বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭ ০০:০০ টা
বিচিত্রিতা

আরব ভূখণ্ড

আরব-ভূখণ্ডের আয়তন ১০ লাখ ২৭ হাজার বর্গমাইল। আল্লামা শিবলী নোমানীর মতে, এর দৈর্ঘ্য ১৫শ’ মাইল ও প্রস্থ ৬শ’ মাইল এবং আয়তন সর্বমোট ১২ লাখ বর্গমাইল। আয়তনের দিক হতে এটা ইউরোপ মহাদেশের চারভাগের এক ভাগ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এক-তৃতীয়াংশের সমান। মরুঅঞ্চল বলে এখানে আয়তনের তুলনায় লোকবসতি অত্যন্ত কম। সমগ্র উপদ্বীপ বর্তমানে সৌদি আরব, ইয়েমেন, কুয়েত, কাতার, ওমান মসকট, এডেন প্রভৃতি স্বাধীন রাজ্যসমূহে বিভক্ত।

আরব দেশের প্রায় এক-তৃতীয়াংশ শুষ্ক বালুকাময় ঊষর মরুভূমি। আরববাসী এ মরুভূমি অঞ্চলকে ভূ-প্রকৃতির তারতম্য অনুসারে তিনটি ভাগে বিভক্ত করেছে, যথা— (১) আল-নফুদ (২) আল-দাহানা ও (৩) আল-হাররাহ। আল-নফুদ মরুভূমি প্রায় সমগ্র উত্তর-আরবজুড়ে বিস্তৃত। এ অঞ্চলটি প্রায় শুষ্কই থাকে। কিন্তু শীতকালে কদাচিৎ বৃষ্টিপাত হওয়ায় এখানে জীবজন্তুর খাদ্যোপযোগী ঘাস জন্মে। আল-দাহানা অঞ্চলটি লাল বালুকাময় মরুভূমি নিয়ে গঠিত। এটা উত্তরে নফুদ হতে দক্ষিণে আল-রাব-আল-খালি পর্যন্ত ৬০০ মাইল এলাকা নিয়ে বিস্তৃত। এখানে মাঝে মাঝে বারিপাত হয়। তবে গ্রীষ্মকালে এখানে অসহ্য গরম এবং উষ্ণ আবহাওয়ার মধ্যে প্রায়ই সাইমুম ঝড় প্রবাহিত হয়। আরবের মানচিত্রে আল-দাহানাকে সাধারণত আল-রাব-আল-খালি (শূন্য অঞ্চল) হিসেবে অভিহিত করা হয়েছে। বাট্টান্ড থমাসের পূর্বে কোনো ইউরোপীয় আরবের এ জনমানবহীন এলাকা অতিক্রম করতে সাহস করেনি। আল-হার্রাহ আরব উপদ্বীপের মধ্যে ও পশ্চিমাংশে অবস্থিত। এ অঞ্চলটি অগ্ন্যুৎপাদনশীল উপাদান নিয়ে গঠিত হলেও ১২৫৬ খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে অগ্ন্যুৎপাতের কোনো খবর পাওয়া যায়নি।

শাকিলা জাহান

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর