মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

মালয়েশিয়ায় বিপন্ন তিন লাখ প্রবাসী

সমস্যার সমাধানে উদ্যোগ নিন

দেশের অন্যতম প্রধান শ্রমবাজার মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের পাকড়াওয়ের অভিযান চলছে এবং সে অভিযানের শিকারে পরিণত হয়েছে কয়েক লাখ বাংলাদেশি। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীর সংখ্যা ছয় লাখের মতো, এর মধ্যে বাংলাদেশির সংখ্যা প্রায় অর্ধেক। সে দেশের সরকার অবৈধ অভিবাসীদের বৈধ করার জন্য পাঁচ মাস সময় দিলেও অবৈধভাবে অবস্থানরত তিন লাখ বাংলাদেশির মধ্যে ৭১ হাজার বৈধ হওয়ার জন্য নিবন্ধন করেছেন। বাদবাকিরা তাদের নাম নিবন্ধন করতে পারেননি মূলত নিয়োগকারীদের গাফিলতিতে। নিয়োগদাতারা সময় মতো তাদের প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের জন্য ই-কার্ডের আবেদন না করায় প্রায় আড়াই লাখ বাংলাদেশি শ্রমিকের পক্ষে মালয়েশিয়ায় থাকা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মালয়েশীয় পুলিশ যে অভিযান চালিয়েছে তাতে ইতিমধ্যে পাঁচ শতাধিক বাংলাদেশিকে আটক করা হয়েছে। স্মর্তব্য, মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত প্রায় ছয় লাখ অভিবাসীকে সাময়িক বৈধতা দিতে গত ১৫ ফেব্রুয়ারি ই-কার্ড বিতরণের কার্যক্রম শুরু করে সে দেশের অভিবাসন মন্ত্রণালয়। গত ৩০ জুন ছিল ই-কার্ড দেওয়ার শেষ দিন। কিন্তু এদিন পর্যন্ত মাত্র ২৩ শতাংশ শ্রমিক ই-কার্ড পেয়েছে। বাদবাকি ৭৭ শতাংশ অবৈধ শ্রমিককে হয়তো দেশে ফিরে যেতে হবে। অবৈধ অভিবাসীদের কাছে ই-কার্ড পাওয়া না পাওয়া ছিল বাঁচা-মরার প্রশ্ন। কিন্তু তাদের নিয়োগকারীরা এ ব্যাপারে গরজ না করায় গত ৩০ জুন পর্যন্ত প্রায় ৬ লাখ অবৈধ অভিবাসীর মাত্র এক-চতুর্থাংশ অর্থাৎ ১ লাখ ৫৫ হাজার ৬৮০টি আবেদনপত্র জমা হয়েছে। অভিবাসন মন্ত্রণালয় এর মধ্যে ১ লাখ ৪০ হাজার শ্রমিকের জন্য ই-কার্ড ইস্যু করেছে। মালয়েশিয়া থেকে অবৈধ শ্রমিকদের বের করে দিলে শুধু যে সংশ্লিষ্ট শ্রমিকদের জীবিকা অনিশ্চিত হয়ে উঠবে তা নয় সে দেশের শিল্পকারখানাসহ অন্যান্য ক্ষেত্রেও সংকট সৃষ্টি হবে। ই-কার্ড পাওয়ার পুরো প্রক্রিয়ায় যেহেতু আধাবেলা সময় লাগে সেহেতু অনেক নিয়োগকর্তা তাদের শ্রমিকদের জন্য ই-কার্ড ইস্যুর আবেদন সময় মতো করেননি। যা বাংলাদেশের দুই লাখেরও বেশি শ্রমিকের জন্য বিড়ম্বনা ডেকে এনেছে। আমরা আশা করব  সমস্যার সমাধানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সক্রিয় হবে। এ বিষয়ে অবিলম্বে মালয়েশীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সংকট নিরসনের উদ্যোগ নেওয়া হবে এমনটিও কাম্য।

সর্বশেষ খবর