বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা
ইতিহাস

ওয়েলেস্লী

যুদ্ধ-বিগ্রহের মধ্যেও ওয়েলেস্লী অভ্যন্তরীণ শাসনকার্যের বিষয়ে উদাসীন ছিলেন না। তিনি ইউরোপীয়গণের শিক্ষার জন্য কলকাতায় ফোর্ট উইলিয়ামে একটি কলেজ প্রতিষ্ঠা করেন। কিন্তু  ডাইরেকটর সভা তার এ পরিকল্পনা অনুমোদন না করায় এটি ভারতীয় ভাষা শিক্ষার বিদ্যালয়ে পরিণত হয়। তারই নির্দেশে কলকাতায় বর্তমান গভর্নরের বাসভবন নির্মিত হয়। কোম্পানির কর্মচারীদের  ব্যক্তিগত ব্যবসা করার উৎসাহ দিয়ে ওয়েলেস্লী ডাইরেকটর সভার অসন্তুষ্টি উৎপাদন করে। তার যুদ্ধনীতির ফলে কোম্পানি ঋণগ্রস্ত হয়ে পড়ে। তিনি উগ্র মেজাজি ছিলেন এবং কোনো রকম বিরোধিতা সহ্য করতেন না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর