রবিবার, ৩০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

নওয়াজ শরিফের পদত্যাগ

পাকিস্তানি ঐতিহ্যের ষোলোকলা পূর্ণ

পানামা কেলেঙ্কারির ‘কলঙ্ক’ নিয়ে ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হয়েছেন পাকিস্তানের তিনবারের নির্বাচিত জননন্দিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফের কথিত দুর্নীতির বিরুদ্ধে সেনাবাহিনী প্রভাবিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে তাকে প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য ঘোষণার পরপরই তিনি পদত্যাগের ঘোষণা দেন। রায়ে নওয়াজ শরিফকে আগামীতে কোনো নির্বাচনে দাঁড়ানোর ক্ষেত্রেও অযোগ্য ঘোষণা করা হয়। স্মর্তব্য, গত বছর পানামাভিত্তিক আইনি সেবা প্রতিষ্ঠান মোসাক ফনসেকার ১ কোটি ১৫ লাখ গোপন নথি প্রকাশ হয়, যা বিশ্বে ‘পানামা পেপারস কেলেঙ্কারি’ নামে পরিচিতি পায়। তাতে বিশ্বের বহু ক্ষমতাধর, ধনী ও প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে বিপুল অর্থ পাচারের অভিযোগ সামনে আসে। ওই নথিতে নওয়াজ ও তার চার ছেলেমেয়ের মধ্যে তিনজনের নাম পাওয়া যায়। দেখা যায়, নওয়াজের মেয়ে মরিয়ম, ছেলে হাসান ও হুসেন ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে নিবন্ধিত বিভিন্ন অফশোর কোম্পানির নামে লন্ডনে সম্পত্তি কিনেছেন। নওয়াজ শরিফ এবং তার পরিবারের সদস্যরা দাবি করেন দেশে ও বিদেশে তাদের যে সম্পত্তি রয়েছে তা বৈধভাবে অর্জিত। তিন পুরুষ ধরেই শরিফ পরিবার পাকিস্তানের অন্যতম শীর্ষ ধনী পরিবার হিসেবে পরিচিত। গত এপ্রিলে বিরোধী পক্ষ নওয়াজ পরিবারের সম্পত্তির হিসাব ও দুর্নীতি তদন্তের জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানায়। সুপ্রিম কোর্ট সাফ সাফ বলে দেয় পানামা পেপারস কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী নওয়াজ শরিককে অপসারণের মতো পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। তবে আদালত সে সময় প্রধানমন্ত্রীকে অপসারণের দাবির পক্ষে তথ্য সংগ্রহে সামরিক-বেসামরিক গোয়েন্দা সদস্যদের নিয়ে ছয় সদস্যের যৌথ তদন্ত টিম গঠনের আদেশ দেন। এ কমিটির রিপোর্টে নওয়াজ পরিবারের কথিত দুর্নীতি প্রমাণিত হয়। কমিটির রিপোর্টে বলা হয়, নওয়াজ পরিবার তাদের নামে থাকা বিপুল পরিমাণ সম্পত্তির উৎস জানাতে ব্যর্থ হয়েছে। নওয়াজের পদত্যাগের ফলে নির্বাচিত সরকারের মেয়াদ পূরণ না করার পাকিস্তানি ঐতিহ্য রক্ষিত হলো। চক্রবক্র ভূতের আসরে থাকা এই দেশটির ৭০ বছরের ইতিহাসে কোনো সরকার প্রধান তাদের নির্দিষ্ট মেয়াদ পূরণ করতে পারেনি।  নওয়াজের পদত্যাগে পাকিস্তানি ঐতিহ্যের ষোলোকলা পূর্ণ হলো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর