রবিবার, ৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

গৃহপরিচারিকার অপমৃত্যু

অপরাধীর শাস্তি নিশ্চিত করুন

গৃহপরিচারিকার অপমৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার রণক্ষেত্রে পরিণত হয়েছিল রাজধানীর বনশ্রী আবাসিক এলাকা। এ অভিযোগে উন্মত্ত জনতা এক কাস্টমস কর্মকর্তার বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ এবং তার প্রাইভেট কারে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ছুড়তে বাধ্য হয়। হত্যাকাণ্ডের বিচার ও গৃহকর্তা কাস্টমস কর্মকর্তাকে গ্রেফতারের প্রতিশ্রুতি দিয়ে কয়েক ঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গৃহপরিচারিকাদের ওপর নির্যাতন কোনো কোনো গৃহকর্ত্রী বা গৃহস্বামীর অভ্যাসে পরিণত হয়েছে। তারাও যে মানুষ এই উপলব্ধিও হারিয়ে ফেলেছেন কেউ কেউ। যৌন হয়রানির শিকার হওয়া তো নারী গৃহপরিচারিকাদের একাংশের জন্য নিত্যনৈমিত্তিক ঘটনা। এমনকি শিশুরাও রেহাই পাচ্ছে না। যারা গৃহপরিচারিকাদের ওপর কথায় কথায় নির্যাতন চালায়, তাদের মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক। দুর্ভাগ্যজনকভাবে এমন অসুস্থ মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। শিশু গৃহশ্রমিকদের ওপর নির্যাতনের ক্ষেত্রেও যেন কেউই পিছিয়ে থাকছে না। সাংস্কৃতিক জগতের সঙ্গে যারা জড়িত, তারাও জড়িত হচ্ছে নির্যাতনের মতো বর্বরতার সঙ্গে। বাদ যাচ্ছে না ক্রীড়া জগতের নন্দিত খেলোয়াড়রাও। মুখে যারা মানবাধিকারের বুলি আওড়ান তাদের অনেকের বাসগৃহও গৃহকর্মী নির্যাতনের আখড়া হিসেবে ব্যবহূত হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী দেশে গৃহকর্মে নিয়োজিত শিশুর সংখ্যা ১ লাখ ২০ হাজার। এদের এক বড় অংশকে প্রতিনিয়তই নির্যাতনের শিকার হতে হয়। দেশে গৃহশ্রমিকদের সুরক্ষায় আইন থাকলেও প্রয়োগের অভাবে নির্যাতন-নিপীড়ন বন্ধে তা ভূমিকা রাখতে পারছে না। কোনো কোনো নির্যাতনের ঘটনায় নির্যাতকদের বিরুদ্ধে মামলা হলেও শেষ পর্যন্ত আপসের চোরাবালিতে তা ঢাকা পড়ে যায়। গরিব গৃহকর্মী বা তাদের অভিভাবকরা মামলা চালিয়ে আরও হয়রানি হওয়ার চেয়ে আপস করাকেই স্বস্তিদায়ক বলে মনে করেন। গৃহপরিচারিকা নির্যাতন-নিপীড়ন বন্ধে কড়া আইনি সুরক্ষার ব্যবস্থা করা দরকার। এ ব্যাপারে মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে আইনি সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে এগিয়ে আসতে হবে।  গৃহকর্মী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার উদ্যোগও নেওয়া দরকার।  বনশ্রীর গৃহপরিচারিকার অপমৃৃত্যুর ঘটনার যথাযথ তদন্ত এবং এ জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত  করা হবে এমনটিই কাম্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর