শিরোনাম
বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

সোচ্চার হোক বিশ্বসমাজ

রোহিঙ্গা সমস্যার সমাধান কাম্য

মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের ওপর সে দেশের নিরাপত্তা বাহিনীর নৃশংস নির্যাতনের বিরুদ্ধে দেরিতে হলেও সোচ্চার হয়ে উঠেছে বিশ্বসমাজ। যুক্তরাষ্ট্র, রাশিয়া, অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়াসহ বেশ কিছু দেশে বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। মালদ্বীপ মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে। তুরস্কের প্রেসিডেন্ট মিয়ানমার নেত্রী অং সান সু চিকে ফোন করে রোহিঙ্গাদের ওপর মানবিক আচরণের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘও রোহিঙ্গা নিধনের বিরুদ্ধে জানিয়েছে তীব্র ধিক্কার। তবে বিশ্বসমাজের এই প্রতিবাদ এবং ধিক্কার রোহিঙ্গা নিপীড়ন বন্ধে আদৌ ভূমিকা রাখতে পারবে কিনা তা সংশয়ের ঊর্ধ্বে নয়। মিয়ানমারের একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিরুদ্ধে যে পরিকল্পিত নিধনযজ্ঞ চলছে তা বন্ধে দৃশ্যত সে দেশের সরকারের কোনো উদ্যোগ নেই বললেই চলে। দীর্ঘ সামরিক শাসন শেষে মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেও ক্ষমতার নিয়ন্ত্রক হিসেবে সামরিক বাহিনীর কালো হাত এখনো সক্রিয়। সংবিধান অনুসারে সে দেশের পার্লামেন্টের ২৫ শতাংশ আসন সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত। প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও সীমান্ত বিষয়ক তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ও তাদের অধীনে। মিয়ানমারের অবিসংবাদিত জননেত্রী অং সান সু চিকে দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি পদের বদলে পররাষ্ট্রমন্ত্রীর পদ গ্রহণ করতে হয়েছে সাংবিধানিক নিষেধাজ্ঞার কারণে। সু চি জন্মসূত্রে মিয়ানমারের অধিবাসী হলেও যেহেতু তার স্বামী ছিলেন বিদেশি নাগরিক সেহেতু তার শীর্ষ পদে অধিষ্ঠিত হওয়া রুখে দেওয়া হয়। রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জাতিগত নিপীড়ন চালিয়ে  মিয়ানমারের সামরিক বাহিনী এক ঢিলে দুই পাখি মারার অপচেষ্টা চালাচ্ছে। প্রথমত সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ ধর্মাবলম্বী নাগরিকদের ধর্মান্ধতা উসকে দিয়ে তাদের সমর্থন লাভের প্রয়াস। দ্বিতীয়ত, বিশ্বসমাজের কাছে নিজের দেশের নির্বাচিত সরকারকে হেয় করে তোলা। আমাদের মতে, মিয়ানমারের শাসন ক্ষমতার নিয়ন্ত্রক সামরিক বাহিনীকে সামাল দিতে শুধু প্রতিবাদ বা নিন্দা জ্ঞাপন নয় সে দেশের প্রতি বিশ্বসমাজের চাপ বাড়াতে হবে। দেশত্যাগী রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনের সুযোগ সৃষ্টিতেও আন্তর্জাতিক সমাজকে নিতে হবে দায়িত্ব। বিপন্ন মানবিকতাকে রক্ষায় বিশ্বসমাজ বিশেষত দুই শক্তিমান প্রতিবেশী চীন ও ভারতের সক্রিয় ভূমিকা কাম্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর