রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

লন্ডনের পাতাল রেলে বিস্ফোরণ

জঙ্গিবাদ থেকে কোনো দেশ মুক্ত নয়

লন্ডননগরী গত শুক্রবার আবারও কেঁপে উঠেছে জঙ্গিদের পেতে রাখা বোমা বিস্ফোরণে। লন্ডনের নিশ্ছিদ্র প্রহরাধীন পাতাল রেলের একটি বগিতে ভয়াবহ বিস্ফোরণে ২৯ জন আহত হয়েছেন। লন্ডন পুলিশ এটিকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে। শুক্রবার সকালে যাত্রীরা যখন কাজে যাওয়ার জন্য ট্রেন ধরতে আসেন, পাতাল রেলস্টেশন তখন লোকে লোকারণ্য। ডিস্ট্রিক্ট লাইনের একটি ট্রেন পার্সন্স গ্রিন স্টেশনে ৮টার দিকে থামে। ট্রেনটি স্টেশন ছাড়ার আগ মুহূর্তেই একটি কামরায় বিকট শব্দ হয়। ঘটনার পাঁচ মিনিটের মধ্যেই পুলিশের সশস্ত্র সদস্য, চিকিৎসক দল এবং দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেন। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস বিস্ফোরণে আহত ২৯ জনকে হাসপাতালে নিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে বলা হয়, কামরার ভিতরে থাকা একটি সাদা রঙের কৌটা বিস্ফোরণ হলে ধোঁয়ায় ঢেকে যায় পুরো কামরা। কৌটাটা কোথা থেকে এলো, কে বা কারা রাখল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। লন্ডনে আবারও জঙ্গিদের পেতে রাখা বোমা বিস্ফোরণ প্রমাণ করেছে কোনো দেশই আজ জঙ্গিবাদের নোংরা ভূতের হুমকি থেকে মুক্ত নয়। গত শুক্রবারের হামলার চার মাস আগে ২২ মে ম্যানচেস্টারে মার্কিন পপতারকা আরিয়ানা গ্রান্ডের কনসার্টে আত্মঘাতী হামলায় ২৩ জন নিহত হন। আইএস এ হামলার দায় স্বীকার করে। ২২ মার্চ লন্ডনের ওয়েস্টমিনস্টার সেতুতে পথচারীদের ওপর এক ব্যক্তি গাড়ি তুলে দেয়। পরে ছুরি হাতে হামলা চালায়। ওই ঘটনায় পাঁচজন মারা যান ও আহত হন ৫০ জনেরও বেশি। হামলাকারীকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করে পুলিশ। ২০১৬ সালের ১৬ জুন ব্রিটিশ লেবার পার্টির এমপি জো কক্সকে হত্যা করা হয়। ঐতিহাসিক ভোটে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার কয়েক দিন পর নািস বাহিনীর প্রতি সহানুভূতিশীল থমাস মাইর নামের এক ব্যক্তি জো কক্সের ওপর হামলা চালায়। লন্ডনের বোমা হামলায় কোনো প্রাণহানি না হলেও এটি যে সংসদীয় গণতন্ত্রের সূতিকাগারে অবিশ্বাসের পরিবেশ বাড়ানোর বিপদ সৃষ্টি করেছে সন্দেহ নেই। এ বিপদ মোকাবিলায় শুধু যুক্তরাজ্যবাসী নয়, সারা বিশ্বকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। নিশ্চিত করতে হবে মানবতার শত্রুদের পরাজয়।

সর্বশেষ খবর