সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

জঙ্গিবিরোধী অভিযান

মানুষের আস্থা জিইয়ে রাখতে হবে

জঙ্গি অর্থায়নের দায়ে স্পেন ও বাংলাদেশে একযোগে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে স্পেন পুলিশ সে দেশের মারিদা শহর থেকে গ্রেফতার করেছে বাংলাদেশি বংশোদ্ভূত আতাউল হক সবুজকে। জঙ্গি অর্থায়নের অন্যতম হোতা হিসেবে ভাবা হয় তাকে। ইসলামী স্টেট বা আইএসের তথ্যপ্রযুক্তি বিভাগের অন্যতম শীর্ষ কর্মকর্তা সাইফুল হক সুজনের ভাই সবুজ। সুজন ২০১৫ সালের ১০ ডিসেম্বর সিরিয়ায় বিমান হামলায় নিহত হন। নিহত হওয়ার আগে সুজন আইব্যাক সফটওয়্যার নামের একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন। তার মৃত্যুর পর এ প্রতিষ্ঠানের মালিকানা যায় ছোট ভাই সবুজের হাতে। যুক্তরাজ্য থেকে তিনি প্রতিষ্ঠানটি পরিচালনা করতেন। আইব্যাকের জঙ্গি সংশ্লিষ্টতা প্রমাণিত হলে যুক্তরাজ্যে তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়। ধরা পড়ার ভয়ে সবুজ স্পেনে চলে যান। সেখানে স্পেনীয় এক নারীকে বিয়ে করে সিনটেল নামের সফটওয়্যার কোম্পানি গড়ে তোলেন। বাংলাদেশের আইব্যাকের সাবেক কর্মীদের দিয়ে বাংলাদেশে গঠন করা হয় ওয়াইমি নামের সফটওয়্যার প্রতিষ্ঠান। দুই দেশের দুই প্রতিষ্ঠানেরই আসল মালিক ছিলেন সবুজ। স্পেনের সফটওয়্যার প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের সফটওয়্যার প্রতিষ্ঠানে এযাবৎ লাখ লাখ টাকা পাঠানো হয়েছে। এর অর্ধাংশের কম ব্যয় হয়েছে ওয়াইমির কর্মীদের বেতন ও অন্যান্য খরচ বাবদ। বাদবাকি অংশ ব্যয় হয়েছে জঙ্গি খাতে। স্পেনে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্যক্তি জঙ্গি অর্থায়নে জড়িত এ তথ্য-উপাত্ত পাওয়ার পর র‍্যাব প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে স্পেনীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ করে। স্পেনের গোয়েন্দা সংস্থা সবুজ নামের ওই জঙ্গিকে চিহ্নিত করে তাকে স্পেনের মারিদা শহর থেকে গ্রেফতার করে। একই সময়ে ঢাকা, রাজশাহী ও খুলনায় একযোগে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ১১ জনকে। যাদের মধ্যে সন্দেহভাজন সফটওয়্যার প্রতিষ্ঠান ওয়াইমির ৭ সদস্য রয়েছেন। স্পেনের সঙ্গে একযোগে জঙ্গিবিরোধী অভিযান এবং ১২ জনকে গ্রেফতার নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। জঙ্গি অর্থায়ন রোধে তা ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা করা যায়। তবে জঙ্গিবিরোধী অভিযান চালানোর ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে কোনো নিরপরাধ মানুষ যেন তাদের দ্বারা হয়রানির শিকার না হয়। জঙ্গিবিরোধী অভিযানের ওপর মানুষের আস্থা জিইয়ে রাখতে এ ব্যাপারে সর্বাধিক সতর্ক থাকতে হবে। নিজেদের সুনামের স্বার্থেই এ ধরনের সতর্কতার বিকল্প নেই।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর