সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বাণী

* অক্ষমতা একটি বিপদ, ধৈর্যের অর্থ সাহসিকতা, ভোগ-বিলাসিতায় নির্মোহতা অমূল্য সম্পদ এবং ধর্মানুরাগ জান্নাত লাভের মাধ্যম।

* শিষ্টাচার হলো চির-নতুন পোশাক এবং চিন্তা হলো স্বচ্ছ আয়না।

* যে মানুষ আপন মর্যাদার সীমা বুঝে তার কোনো ধ্বংস নেই।

* কখনো কখনো একটি মাত্র শব্দ বিরাট বঞ্চনার কারণ হয়ে দাঁড়ায়।

* জ্ঞান ও বুদ্ধিমত্তা যত বাড়বে, বক্তব্য তত কমবে।

হজরত আলী (রা.)

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর