মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

জার্মান নির্বাচন

উগ্রপন্থার বিরুদ্ধে মানবিকতার জয়

জার্মানির সাধারণ নির্বাচনে অ্যাঙ্গেলা মেরকেল চতুর্থ দফায় চ্যান্সেলর হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। জার্মান রাজনীতিতে কোনো নারীর টানা চারবার চ্যান্সেলর হওয়ার ঘটনা নিঃসন্দেহে একটি রেকর্ড। জঙ্গি হুমকির আশঙ্কা থাকা সত্ত্বেও আইএসের হাতে নিগৃহীত ও মধ্যপ্রাচ্যের গৃহযুদ্ধকবলিত ইরাক ও সিরিয়ার শরণার্থীদের ব্যাপকভাবে জার্মানিতে আশ্রয় দিয়ে অ্যাঙ্গেলা মেরকেল নব্য নাৎসিদের সমালোচনার মুখে পড়েন। উদারপন্থি জার্মান নেত্রী চতুর্থ দফায় তার জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হবেন কিনা তা নিয়েও প্রশ্ন ওঠে। নির্বাচনে অ্যাঙ্গেলা মেরকেলের জয় সে আশঙ্কা উড়িয়ে দিয়েছে। জার্মানি যে গণতন্ত্র ও মানবাধিকারের পথে চলতে চায় সে বিষয়টি নিশ্চিত করেছে সদ্যসমাপ্ত নির্বাচন। তবে জার্মানির তৃতীয় বৃহৎ রাজনৈতিক শক্তি হিসেবে কট্টর ডানপন্থি দল অল্টারনেটিভ ফর জার্মানির ১৩ শতাংশ ভোট লাভ একই সঙ্গে অশনিসংকেত বলেও বিবেচিত হচ্ছে। জার্মান নেত্রী অবশ্য নির্বাচনের পর বার্লিনে দলীয় কার্যালয়ে তার সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘গণতান্ত্রিক রাজনীতি দিয়েই কট্টরপন্থিদের মোকাবিলা করা হবে।’ কট্টরপন্থিদের উত্থানের প্রতিবাদে রাজধানী বার্লিনের প্রাণকেন্দ্রে বিক্ষোভ প্রদর্শন করেছেন হাজার হাজার তরুণ-তরুণী। জার্মানির নির্বাচনে অ্যাঙ্গেলা মেরকেলের জয় বিশ্বরাজনীতির জন্য নানা কারণে তাত্পর্যপূর্ণ। যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জয়লাভের পর পশ্চিমা বিশ্বে উগ্র-দক্ষিণপন্থিদের উত্থান নিয়ে যে আশঙ্কা সৃষ্টি হয়েছিল দুই প্রভাবশালী পশ্চিমা দেশ ফ্রান্স ও জার্মানিতে গণতন্ত্রবাদীদের জয় সে আশঙ্কার অবসান ঘটিয়েছে। উগ্রবাদ ও অসহিষ্ণুতার রাজনীতির জন্য দুনিয়ার যেসব দেশকে কড়া মূল্য দিতে হয়েছে জার্মানি তার মধ্যে শীর্ষে। প্রথম ও দ্বিতীয় মহাযুদ্ধে তাদের পরাজয়বরণ করতে হয়েছে লজ্জাজনকভাবে। দেশের বিভক্তিও মেনে নিতে হয়েছে। দুই জার্মানির একত্রীকরণের পর গণতন্ত্রের পথে জার্মানির যে অগ্রযাত্রা হয়েছে তা থামিয়ে দেওয়ার বিপদ সৃষ্টি করেছিল উগ্রপন্থিদের উত্থান। কিন্তু অ্যাঙ্গেলা মেরকেল জার্মানদের মানবিকতাকে উত্সাহিত করার রাজনীতি এগিয়ে নিয়ে সে চ্যালেঞ্জে জয়ী হয়েছেন। বাংলাদেশ যখন রোহিঙ্গা সমস্যা নিয়ে ভুগছে সে মুহূর্তে জার্মান নির্বাচনে ক্ষমতাসীন দলের জয় সমস্যার সমাধানে পশ্চিমা বিশ্বের সমর্থন অর্জনে সহায়ক হবে বলে আশা করা যায়। মানবিক রাজনীতির প্রবক্তা অ্যাঙ্গেলা মেরকেলকে আমাদের অভিনন্দন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর