বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

আবারও রোহিঙ্গা ঢল

অং সান সু চি কথা রাখেননি

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা ঢল কয়েক দিন বিরত থাকলেও আবারও তা জোরেশোরে শুরু হয়েছে। গত রবি ও সোমবার বাংলাদেশে এসেছে অন্তত অর্ধলাখ রোহিঙ্গা। আশঙ্কা করা হচ্ছে, মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গার সংখ্যা ইতিমধ্যে ১০ লাখ ছাড়িয়ে গেছে। রাখাইনে সন্ত্রাস বন্ধ ও বাংলাদেশে আশ্রয় নেওয়া মুসলমানদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সু চির আশ্বাস সত্ত্বেও থামেনি রোহিঙ্গা নির্যাতন। বর্মি সৈন্য ও মগ রাজাকাররা রাখাইন রাজ্যকে রোহিঙ্গাশূন্য করতে আরও জোরেশোরে চালাচ্ছে নির্যাতন-নিপীড়নের স্টিম রোলার। তাদের কবল থেকে প্রাণ বাঁচাতে বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে আসছে হাজার হাজার রোহিঙ্গা। এদের বেশির ভাগই আসছে উখিয়ার আঞ্জুমানপাড়া, টেকনাফের হোয়াইক্যং, লাম্বাবিল ও শাহপরীর দ্বীপ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে। গত কয়েক দিনে অনুপ্রবেশকারীদের মধ্যে বিপুলসংখ্যক গুলিবিদ্ধ আহত রোহিঙ্গা রয়েছেন। তারা তাদের পরিবারের কোনো না কোনো সদস্যের নিহত হওয়া ও নারীদের ধর্ষিত হওয়ার অভিযোগ করেছেন। মিয়ানমারের সেনা ও রাখাইন দুর্বৃত্তরা নিষ্পাপ শিশুদেরও হত্যা করছে নিষ্ঠুরভাবে। বাংলাদেশে আগত রোহিঙ্গাদের বিপুলসংখ্যকই অসুস্থ। কক্সবাজার হাসপাতালে যারা চিকিৎসাধীন তাদের মধ্যে অন্তত ২৫ জন গুলিবিদ্ধ। যাদের অস্ত্রোপচারে কক্সবাজার হাসপাতালের চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। ইতিমধ্যে ঢাকার পঙ্গু হাসপাতাল থেকে ১০ সদস্যবিশিষ্ট উচ্চ পর্যায়ের চিকিৎসক দল পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশে। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে নতুন করে শরণার্থীর ঢল নামার খবর উদ্বেগজনক। জাতির উদ্দেশে ভাষণে রাখাইনে শান্তি প্রতিষ্ঠার যে ওয়াদা সু চি করেছিলেন এটি তার সুস্পষ্ট লঙ্ঘন। একজন নোবেল শান্তিবিজয়ী সরকার প্রধান হওয়ার পরও নিজ দেশের নাগরিকদের নিরাপত্তাদানে ব্যর্থতার পরিচয় দেবেন তা কোনোভাবেই কাম্য হতে পারে না।  স্বদেশের একটি রাজ্যে শান্তির বদলে অশান্তির যে আগুন তিনি জ্বালিয়েছেন তা একজন দায়িত্বশীল সরকার প্রধানের কাছ থেকে আশা করা যায় না। মিয়ানমার সরকারের ফ্যাসিবাদসুলভ আচরণের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায় রুখে দাঁড়াবে—  এটি আজ মানবিক চেতনাসম্পন্ন প্রতিটি মানুষের দাবি। রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবর্তন ও নিরাপত্তা বিধানে মিয়ানমারকে বাধ্য করতে তারা চাপ অব্যাহত রাখবেন আমরা এমনটিই দেখতে চাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর