বুধবার, ৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

লাস ভেগাস ট্র্যাজেডি

দুনিয়ার কোনো দেশই সন্ত্রাসমুক্ত নয়

যুক্তরাষ্ট্রের নেভাদা রাজ্যের লাস ভেগাসের এক উন্মুক্ত কনসার্টে বন্দুকধারীর গুলিতে অন্তত ৫৮ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা পাঁচ শতাধিক। পর্যটন এলাকা হিসেবে লাস ভেগাসের পরিচিতি বিশ্ব জোড়া। নগ্নতা ও বেপরোয়া যৌনাচারের মৃগয়া ক্ষেত্র হিসেবে ভাবা হয় এ এলাকাকে। রবিবার রাতে লাস ভেগাসের মান্দালে বে রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোর অদূরে অনুষ্ঠিত ওই কনসার্টে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটে। কনসার্টে একটানা গুলিবর্ষণ করা হয় ক্যাসিনোর ৩২ তলার একটি কক্ষ থেকে। নির্বিচার গুলি চালিয়ে বিপুলসংখ্যক বিনোদনপ্রয়াসী মানুষকে হতাহত করার পর বন্দুকধারী নিজেও আত্মঘাতী হয়। জেহাদি গোষ্ঠী আইএস এ হামলার দায় স্বীকার করেছে। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বলেছে, এ হামলার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই। টুইন টাওয়ারে দুনিয়া কাঁপানো ঘটনার পর এটিকে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা হিসেবে মনে করা হচ্ছে। গত বছরও ফ্লোরিডায় এক নাইট ক্লাবে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হন। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, বন্দুকধারী স্টিফেন প্যাডক কয়েক মাস আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন ব্যাংক ডাকাত। এফবিআইয়ের টেন মোস্ট ওয়ান্টেডের তালিকায়ও ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের সন্ত্রাসী হামলায় আবারও প্রমাণ হলো কোনো জাতিই সন্ত্রাস নামের অকাম্য আপদ থেকে মুক্ত নয়। কনসার্টে বন্দুক হামলা ব্যক্তিগত সন্ত্রাস বা ধর্মীয় জঙ্গিবাদ যাই হোক না কেন তা যে মানবতার বিরুদ্ধে একটি বড় ধরনের অপরাধ সন্দেহ নেই। লাস ভেগাসের সন্ত্রাসী হামলায় স্পস্ট হয়েছে দুনিয়ায় কাণ্ডজ্ঞানহীন মানুষের সংখ্যা যত কম হোক না কেন, তারা মানব জাতির অস্তিত্ব ও শান্তি-শৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করছে। এ বিপদ কাটিয়ে উঠতে সন্ত্রাসবাদের চর্চা নিরুত্সাহিত হয় এমন উদ্যোগই নিতে হবে। সবারই জানা, যুক্তরাষ্ট্রে অবাধে অস্ত্র বেচাকেনা হয়। অস্ত্রের জন্য কোনো লাইসেন্সের প্রয়োজনও হয় না।  নাগরিকদের নিরাপত্তার জন্য অস্ত্র রাখার যে অধিকার দেওয়া হয়েছে তা জননিরাপত্তার জন্য প্রকারান্তরে হুমকিই সৃষ্টি করছে। লাস ভেগাসের ঘটনার জন্য যে বন্দুকধারী দায়ী তার কক্ষ থেকে পুলিশ অন্তত ১০টি স্বয়ংক্রিয় রাইফেল উদ্ধার করেছে।  সন্ত্রাসী ঘটনার পুনরাবৃত্তি রোধে অস্ত্র রাখার অবাধ অধিকারে বাদ সাধার ব্যাপারেও ভাবতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর