শিরোনাম
সোমবার, ৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বেহাল শিক্ষাব্যবস্থা

শিক্ষক নিয়োগে স্বচ্ছতা কাম্য

দেশের শিক্ষাব্যবস্থার মান ক্রমেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। জিপিএনির্ভর হয়ে পড়েছে পুরো শিক্ষাব্যবস্থা। অভিভাবক, ছাত্র-শিক্ষক সবাই বন্দী হয়ে পড়েছেন জিপিএর বৃত্তে। এর ফলে মানুষের মতো মানুষ হওয়ার লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে শিক্ষার্থীরা। মানসম্মত শিক্ষার জন্য চাই মেধাবী শিক্ষক। শিক্ষক নিয়োগে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্ব পর্যায়ে ত্রুটি থাকায় মেধাবীরা এগিয়ে আসছেন না শিক্ষকের পেশায়। বিশ্ববিদ্যালয় পর্যায়েও যারা শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছেন তাদের কেউ কেউ স্কুল পর্যায়ের শিক্ষকতার যোগ্য কিনা এমন প্রশ্ন উঠছে। শিক্ষক নিয়োগে অব্যবস্থাপনার পাশাপাশি শিক্ষকতার মানবৃদ্ধির বিষয়গুলোতে চলছে হরেক অনিয়ম। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার পরিবেশ ক্রমান্বয়ে রুদ্ধ হয়ে পড়ছে। উচ্চশিক্ষার পাদপীঠ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রায় সবাই এখন দলবাজিতে জড়িত। শিক্ষা নিয়ে গবেষণার বদলে তারা ব্যস্ত থাকেন দলবাজিতে। পদোন্নতির ক্ষেত্রে দলবাজির ভূমিকা থাকায় তারা হিজ মাস্টার্স ভয়েসের বৃত্তে আবদ্ধ হয়ে পড়ছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে যে গবেষণা হয় তা অনেকটাই প্রমোশননির্ভর হয়ে পড়ছে। নিজেকে জ্ঞানের আলোয় আলোকিত করা বা নতুন কিছু অনুসন্ধানের আনন্দে আনন্দিত হওয়া নয়, বৈষয়িক লাভ গবেষণার অনুষঙ্গে পরিণত হয়েছে। শিক্ষাব্যবস্থার ভিত্তি ভূমি থেকে মাটি সরিয়ে দিচ্ছে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশের শিক্ষাব্যবস্থায় যে অশনি সংকেত চলছে তা উদ্বেগজনক। আজকের যুগে বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে যেতে হলে শিক্ষা-দীক্ষায় এগিয়ে থাকার বিকল্প নেই। শিক্ষা ক্ষেত্রে সরকারি-বেসরকারি নানা উদ্যোগ এবং বিপুল বিনিয়োগ সত্ত্বেও মানোন্নয়নের বিষয়টি উপেক্ষিত থাকছে। বাণিজ্যের লোভনীয় উপকরণে পরিণত হওয়ায় শিক্ষাব্যবস্থায় জ্ঞান চর্চার বদলে সার্টিফিকেট প্রাপ্তির বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে। অবক্ষয়ের চোরাগলি থেকে দেশের শিক্ষাব্যবস্থাকে উদ্ধার করতে হলে সরকারকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে। সর্বক্ষেত্রে মনিটরিং জোরদার করে অনিয়ম ও অস্বচ্ছতা রোধে উদ্যোগী হতে হবে। শিক্ষক নিয়োগে যে অস্বচ্ছতা ও অনিয়ম মাথাচাড়া দিয়ে উঠেছে তার অবসানে নিতে হবে কঠোর পদক্ষেপ। শিক্ষক নিয়োগে সিভিল সার্ভিস কমিশনের আদলে কমিশন গঠনের কথা ভাবা যেতে পারে। শিক্ষক রাজনীতির অবসানও সময়ের দাবি।  নোট বই ও কোচিংয়ের উপদ্রব থেকে শিক্ষাব্যবস্থাকে মুক্ত করতে সরকারকে প্রতিশ্রুতিবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর