রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

উত্তর ঢাকার উন্নয়ন

প্রিয় মেয়রের সুস্থতার অপেক্ষায় নাগরিকরা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এখন লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার অনুপস্থিতি ঢাকা উত্তরের উন্নয়ন কাজে যেমন স্থবিরতা সৃষ্টি করেছে তেমন দখলবাজ ও চাঁদাবাজদের জন্য সৃষ্টি করেছে সুবর্ণ সুযোগ। মেয়র হিসেবে দায়িত্ব হাতে নেওয়ার পর অচল নগরী ঢাকাকে সচল করাকে কর্তব্য হিসেবে বেছে নিয়েছিলেন আনিসুল হক। তেজগাঁও ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ থেকে শুরু করে উত্তরা, গুলশান, বনানী, মিরপুর, মোহাম্মদপুর এলাকার রাস্তাঘাট ও ফুটপাথ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হন। নিজে উপস্থিত থেকে রাস্তা থেকে দখলবাজদের উচ্ছেদ করেন। তার সঙ্গে পাল্লা দিয়ে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনও সমান্তরালভাবে কাজ করায় পাল্টে যাচ্ছিল ঢাকা মহানগরী। মেয়র আনিসুল হকের অনুপস্থিতিতে স্থবির হয়ে পড়েছে ঢাকা উত্তরের উন্নয়ন কার্যক্রম। নতুন করে তেজগাঁও ট্রাকস্ট্যান্ড দখল করে নিচ্ছে চিহ্নিত অপরাধীরা। নগর উন্নয়নে যে দৃষ্টিগ্রাহ্য গতি সৃষ্টি করতে তিনি সক্ষম হয়েছিলেন তার অনুপস্থিতিতে তা স্থবির হয়ে পড়েছে। সিটি করপোরেশনের সঙ্গে ৫৪টি সেবা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট। মেয়রের কাজ এসব সেবা খাতের সমন্বয় করা। তার অবর্তমানে প্রধান নির্বাহী কর্মকর্তা সমন্বয়ের কাজটি করতে পারেন। কিন্তু তার প্রশাসনিক ক্ষমতা আছে, রাজনৈতিক ক্ষমতা নেই। আনিসুল হক যে রাজনৈতিক যুদ্ধ চালিয়ে সিটি করপোরেশনকে দখলদারমুক্ত করেছিলেন সেটা প্যানেল মেয়রদের পক্ষে সম্ভব নয়। মেয়র আনিসুল হকের অবর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উন্নয়নের গতি স্থবির হয়ে পড়ায় নাগরিকরা প্রতি মুহূর্তে এই স্বপ্নদ্রষ্টা মেয়রের অভাব অনুভব করছেন। নগরের যে কোনো সমস্যা সম্পর্কে নাগরিকরা সরাসরি অভিহিত করতে পারতেন তাকে। সমস্যার গ্রন্থি মোচনেও দ্রুত পদক্ষেপ নিতেন তিনি। ঢাকা উত্তরের যানজট নিরসন এবং যাত্রীসেবা নিশ্চিত করতে বাস সার্ভিসকে চারটি কোম্পানির আওতায় আনার বিশাল কর্মযজ্ঞ শুরু করেছিলেন মেয়র আনিসুল হক। একজন মেয়রের অনুপস্থিতিতে সে কর্মযজ্ঞ এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে। মেয়রের অবর্তমানে তিন সদস্যের প্যানেল মেয়র নির্বাচিত হলেও তারা কোনোভাবেই মেয়র আনিসুল হকের বিকল্প হিসেবে নিজেদের প্রমাণ করতে পারেননি। ফলে নগরবাসীকে অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের প্রিয় মেয়র কবে সুস্থ হয়ে ফিরে আসবেন। কবে আবার সৃজনশীল কর্মকাণ্ডে এগিয়ে নেবেন ঢাকা উত্তরকে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর