শিরোনাম
মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সুষমা স্বরাজের সফর

আস্থার সম্পর্ক এগিয়ে নিতে হবে

মিয়ানমারের রাখাইন থেকে বাস্তুচ্যুত হয়ে যারা বাংলাদেশে পালিয়ে এসেছে তাদের নিরাপদে স্বদেশে ফিরে যাওয়াকে এ সমস্যার একমাত্র সমাধান হিসেবে চিহ্নিত করেছে ভারত। বাংলাদেশে দুই দিনের সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, মিয়ানমারকে রোহিঙ্গাদের অবশ্যই ফেরত নিতে হবে। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের জন্য ভারতের মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি। বাংলাদেশি নেতাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সমস্যার সমাধানে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে ভারতের সমর্থনের কথাও জানিয়েছেন সুষমা স্বরাজ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেত্রী সুষমা স্বরাজ বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের চতুর্থ সভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে। বৈঠকে দুই দেশের আস্থার সম্পর্ক এগিয়ে নেওয়াসহ বিরাজমান বিভিন্ন সমস্যার অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়েছে। রোহিঙ্গা সমস্যার বিষয়টিও সফরকালে প্রাধান্য পায়। বাংলাদেশ ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ, দুই দেশের মৈত্রীবন্ধনও শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত। মিয়ানমারের সঙ্গেও রয়েছে ভারতের গভীর সম্পর্ক। সে দেশে ভারতের বিপুল বিনিয়োগও রয়েছে। স্বভাবতই রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমারের ওপর ভারতের প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের একটি অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ এ সমস্যার কোনো পক্ষ নয়। রাখাইন থেকে রোহিঙ্গারা বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে পালিয়ে আসায় বাংলাদেশ মানবিক কারণে তাদের আশ্রয় দিতে বাধ্য হয়েছে। বাংলাদেশ যেমন রোহিঙ্গাদের সসম্মানে স্বদেশে নিরাপদ প্রত্যাবর্তন চায়, তেমন চায় প্রতিবেশী দেশের শান্তি ও স্থিতিশীলতা। বাংলাদেশের এ সদিচ্ছার আলোকে রোহিঙ্গা সমস্যা সমাধানে দুই বন্ধু দেশ চীন ও ভারতের সহযোগিতা বাস্তবতার নিরিখে গুরুত্বপূর্ণ। সুষমা স্বরাজের বাংলাদেশ সফরে এ বিষয়ে ভারতের সমর্থন নিশ্চিত হবে— আমরা তেমনটিই আশা করতে চাই। টেকসই বন্ধুত্বের স্বার্থে চীনও এ ব্যাপারে সহযোগিতার হাত বাড়াবে— এমনটিই প্রত্যাশিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর