বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ

শুধু বাংলাদেশ নয়— বিশ্বের সম্পদ

বঙ্গবন্ধু শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ এখন বিশ্বের। এ ভাষণ শুধু বাংলাদেশের ১৬ কোটি মানুষ নয়, বিশ্বের ৭০০ কোটিরও বেশি মানুষের সম্পদ। জাতির পিতার মাত্র ১৮ মিনিটের সুবিন্যস্ত এ ভাষণকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটিকে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার ৭৮টি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দলিল, নথি ও বক্তৃতাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। যার মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অন্যতম। স্মর্তব্য, বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা ও ঐতিহ্য সংরক্ষণ করার উদ্যোগ হিসেবে ইউনেস্কো ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ বা বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের তালিকায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ অন্তর্ভুক্ত করেছে। বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের তালিকায় ঠাঁই পেতে হলে পর্যাপ্ত গ্রহণযোগ্যতা ও ঐতিহাসিক প্রভাব থাকতে হয়, যা অনস্বীকার্য হিসেবে রয়েছে ৭ মার্চের ভাষণে। আন্তর্জাতিক অ্যাডভাইজরি কমিটি বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির প্রস্তাব দিয়ে থাকে। তারা যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। চলতি বছর ২৪ থেকে ২৭ অক্টোবর এ নিয়ে বৈঠকে বসে কমিটি। সেখানেই ৭ মার্চের ভাষণ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্বের সবচেয়ে বেশি উচ্চারিত ভাষণ। গত ৪৬ বছর ধরে এ ভাষণ কয়েক লাখ বার বাজানো হয়েছে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ৩৫ কোটি বাঙালিকে তা অনুপ্রাণিত করেছে। বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণ একটি নিরস্ত্র জাতিকে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করেছিল। ১৮ মিনিটের ওই ভাষণ অলিখিত হলেও প্রতিটি শব্দ ছিল সুবিন্যস্ত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অত্যন্ত সতর্কতার সঙ্গে ওই ভাষণ দিয়েছিলেন। একদিকে তিনি স্বাধীনতার ঘোষণা দেন, অন্যদিকে তাকে যেন বিচ্ছিন্নতাবাদী হিসেবে অভিহিত করা না হয় সে দিকেও ছিল সতর্ক দৃষ্টি। তিনি পাকিস্তান ভাঙার দায়িত্ব নেননি। পাকিস্তানিরা মনে করেছিল, বঙ্গবন্ধু ৭ মার্চ সরাসরি স্বাধীনতার ঘোষণা দেবেন। এমনটি হলে সরাসরি জনসভায় হামলা চালানোর প্রস্তুতিও নেয় তারা। কিন্তু বঙ্গবন্ধু রাজনৈতিক প্রজ্ঞার বহির্প্রকাশ ঘটিয়ে পাকিস্তানিদের বোকা বানিয়ে দেন। স্বাধীনতা ও মুক্তির সংগ্রামের ডাক দেওয়া সত্ত্বেও বঙ্গবন্ধুকে দোষারোপ করার কোনো সুযোগ পায়নি তারা। দীর্ঘ ৪৬ বছর পর হলেও ৭ মার্চের ভাষণের বিশ্বস্বীকৃতি বাঙালি জাতির জন্য এক বড় অর্জন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর