রবিবার, ৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

বাস ডাকাতদের দৌরাত্ম্য

পুলিশি অভিযান অব্যাহত রাখুন

সাভারের আশুলিয়ায় একটি বাসে অভিযান চালিয়ে পুলিশ অস্ত্রশস্ত্রসহ ২৮ ডাকাতকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশ এ অভিযান চালায় এবং এ সময় ডাকাতদের হামলায় দুজন ওসি আহত হন। গোপন সূত্রে খবর পেয়ে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে ডাকাত দলকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, নগদ ১০ হাজার টাকা, দেশীয় অস্ত্র ও ৩৬টি মোবাইল ফোন। ডাকাতির কাজে ব্যবহূত বাসটি হেফাজতে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ থেকে ডাকাত দলের ২৮ সদস্য একটি বাসে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করে পুলিশের বিশেষ একটি দল। টের পেয়ে বাসের ভিতর থেকে গুলি ছোড়ে ডাকাতরা। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে ডাকাত দলের সদস্যদের ঘেরাও করে ফেলে। এ সময় বাসে থাকা ডাকাতদের আটক করতে গেলে তাদের হামলায় আহত হন আশুলিয়া থানার ওসি আবদুল আওয়াল ও ওসি অপারেশন জাহিদুল ইসলাম। পরে তাদের সাভারের আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাসের ভিতরে হাত-পা বাঁধা অবস্থায় আসিফ আহমেদ নামে এক যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। স্মর্তব্য, ডাকাত দলের সদস্যরা যাত্রীবেশে বাসে উঠে সুযোগ বুঝে যাত্রীদের ওপর চড়াও হয়— এটি একটি পুরনো কৌশল। আশুলিয়ায় যে বাস থেকে ২৮ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে সেটি ডাকাতির উদ্দেশ্যে মানিকগঞ্জ থেকে ঢাকার পথে যাত্রা করেছিল। পথে যাত্রী উঠিয়ে তাদের সর্বস্ব কেড়ে নিয়ে হাত-পা বেঁধে মহাসড়কে ফেলে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল তারা। আশুলিয়ায় পুলিশি অভিযানে ডাকাতরা ধরা পড়ায় তাদের উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায়।  পুলিশি অভিযানের কারণে হাত-পা বাঁধা অবস্থায় বাসের মধ্যে আটক থাকা একজন যাত্রী রক্ষা পান। আটককৃত ডাকাতের কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।  পুলিশি অভিযানে বড় ধরনের একটি ডাকাত দল আটক হওয়ার ঘটনা নিঃসন্দেহে বড় সাফল্য।

আমরা আশা করব রাতের সড়ক পথকে নিরাপদ করতে বাস  ডাকাতদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর