মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

পায়রায় বিদ্যুৎ কেন্দ্র

বিদ্যুৎ চাহিদা পূরণে অবদান রাখবে

আজকের যুগ শিল্পায়নের। দারিদ্র্য বিমোচন ও জাতীয় উন্নয়নের জন্য দেশকে শিল্পায়নের দিকে এগিয়ে নেওয়ার বিকল্প নেই। কর্মসংস্থানের ক্ষেত্রেও শিল্পায়নই হলো প্রকৃষ্ট পথ। আর এজন্য চাই ইন্ধন শক্তি। চাই বিদ্যুতের পর্যাপ্ত জোগান। বিদ্যুৎ আলো দেয়। দূর করে অন্ধকার। জীবনযাপনে দেয় স্বাচ্ছন্দ্যের ছোঁয়া। কলকারখানা চালাতেও লাগে বিদ্যুৎ। মাত্র এক দশক আগেও চাহিদার তুলনায় দেশে বিদ্যুৎ উৎপাদন হতো কম। দিনরাত চলত বিদ্যুতের এই আছি এই নেই খেলা। লোডশেডিং জনজীবনকে এতটাই অতিষ্ঠ করে তুলেছিল যে মানুষ বার বার পথে নামতে বাধ্য হয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিদ্যুতের দাবিতে রাজপথে নামা মানুষকে হত্যা করা হয়েছে গুলি করে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুতের চাহিদা মেটাতে নানামুখী পদক্ষেপ নেয়। মাত্র নয় বছরের ব্যবধানে বিদ্যুৎ উৎপাদন তিন গুণ বাড়ানো হয়েছে বর্তমান সরকারের আমলে। লাখ লাখ ঘরবাড়িতে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বড় আকারের বেশ কয়েকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পায়রায় নির্মিত হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র। এ উদ্দেশ্যে গত রবিবার জার্মানির সিমেন্স কোম্পানির সঙ্গে বাংলাদেশ সরকার ২.৮ বিলিয়ন ডলার অর্থমূল্যের চুক্তি স্বাক্ষর করেছে। পটুয়াখালীর পায়রায় ৩ হাজার ৬০০ মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্রটিতে এলএনজি সরবরাহের জন্য নির্মাণ করা হচ্ছে সমুদ্রবন্দরও। স্মর্তব্য, বর্তমানে পায়রায় ১ হাজার ৩২০ মেগাওয়াটের একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ চলছে। এর পাশে আরও ১০০ একর জমিতে এলএনজিভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হবে। বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম অংশের কাজ ২০২০ সালের জুনে শেষ হবে। ধারণা করা হচ্ছে, সেই সময়ে এই কেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। আর ওই বছরের ডিসেম্বরে আরও ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। বাকি বিদ্যুৎ ২০২১ সালের শেষে উৎপাদন সম্ভব হবে। বিদেশ থেকে আমদানিকৃত তরল গ্যাস পায়রায় ৩ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল হিসেবে ব্যবহূত হবে। পাশাপাশি নির্মাণাধীন আরও বেশকিছু বড় বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ শেষ হলে দেশবাসীর বিদ্যুৎ চাহিদা পূরণের কৃতিত্ব অর্জিত হবে। র্িশল্পায়নেও তা অবদান রাখবে বলে আশা করা যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর