সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

এস কে সিনহার পদত্যাগ

অবাঞ্ছিত বিতর্কের অবসান হোক

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) অবশেষে পদত্যাগ করেছেন। এই পদত্যাগ তাকে ঘিরে যে অনভিপ্রেত বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছিল তার ইতি ঘটিয়েছে। প্রধান বিচারপতি হিসেবে নিজের মেয়াদ শেষ হওয়ার ৮১ দিন আগে তিনি সিঙ্গাপুর থেকে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব প্রধান বিচারপতির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। বিচারপতি সিনহা ১৯৯৯ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় হাই কোর্ট বিভাগের অস্থায়ী বিচারক হিসেবে নিয়োগ লাভ করেন। ২০১৫ সালের ১৭ জানুয়ারি তিনি দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। আগামী বছর ৩১ জানুয়ারি নিয়ম অনুযায়ী তার অবসরে যাওয়ার কথা ছিল। মেয়াদ শেষ হওয়ার ৮১ দিন আগেই তিনি বিদায় নিলেন। এর আগে গত ১৩ অক্টোবর এক মাসের ছুটি নিয়ে এস কে সিনহা অস্ট্রেলিয়া যান। সেখানে যাওয়ার আগে সাংবাদিকদের বলেছিলেন, আবার তিনি ফিরে আসবেন। কিন্তু তখনই বিভিন্ন মহলে আলোচনা ছিল, প্রধান বিচারপতি হিসেবে তার আর ফেরার সম্ভাবনা নেই। শেষ পর্যন্ত তা-ই হলো। দেশের ইতিহাসে প্রধান বিচারপতি পদে অধিষ্ঠিত ২১ জন বিচারকের মধ্যে এস কে সিনহাই প্রথম পদত্যাগ করলেন। দেশের প্রথম অমুসলিম প্রধান বিচারপতিও ছিলেন তিনি। গত ১৩ অক্টোবর বিচারপতি সিনহা ছুটি নিয়ে বিদেশ যাওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলনসহ সুনির্দিষ্ট ১১টি অভিযোগ ওঠার কথা জানানো হয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। ওইসব অভিযোগের ‘গ্রহণযোগ্য ব্যাখ্যা’ দিতে না পারায় সহকর্মীরা তার সঙ্গে এজলাসে বসতে অস্বীকৃতি জানান। ফলে প্রধান বিচারপতি হিসেবে তার ক্যারিয়ার আর এগিয়ে নেওয়া যাবে কিনা সে বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়। প্রধান বিচারপতি পদটি শুধু ব্যক্তি নয় একই সঙ্গে তা প্রতিষ্ঠানও। মানুষ মাত্রই মানবিক দোষত্রুটির ঊর্ধ্বে নন। তবে সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত যিনি তাকে নিয়ে কোনো বিতর্কই কাঙ্ক্ষিত নয়। বিচারপতি সিনহা পদত্যাগের দূরদর্শী সিদ্ধান্ত নিয়ে প্রকারান্তরে দেশের সর্বোচ্চ আদালতকে বিতর্কের ঊর্ধ্বে রাখারই প্রয়াস চালিয়েছেন। আমরা আশা করব এ পদত্যাগ রাষ্ট্রের অন্যতম দুই স্তম্ভ নির্বাহী বিভাগ ও বিচার বিভাগকে কেন্দ্র করে সৃষ্ট অবাঞ্ছিত বিতর্কের অবসান ঘটাবে। দুই বিভাগের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও জোরদার হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর