সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
ইতিহাস

জসর বা সেতুর যুদ্ধ

নামাররকের লড়াইয়ের পরাজয় পারসিকদের জাতীয়, গর্বে আঘাত হানল। বাহমনের নেতৃত্বে তারা আবার ফোরাত নদের অপর তীরে মুসলিম বাহিনীর মোকাবিলা করল। মুসান্নার পরামর্শ উপেক্ষা করে আবু ওবায়দা নদী পার হয়ে যুদ্ধ করতে বদ্ধপরিকর হলেন। নৌকার দ্বারা সেতু নির্মাণ করে তিনি ইউফ্রেতিস নদী পার হয়ে পারস্য বাহিনীর মোকাবিলা করেছিলেন বলে ইতিহাসে এ যুদ্ধ ‘জসর’ বা সেতুর যুদ্ধ নামে পরিচিত। রণাঙ্গনটি অসমতল ও সংকীর্ণ থাকায় মুসলমানগণের সৈন্য সমাবেশ সন্তোষজনক ছিল না। যুদ্ধে পারস্য বাহিনীর সঙ্গে মুসলিম বাহিনী সুবিধা করে উঠতে পারল না। একে একে মুসলিম সৈন্য বাহিনীর পতন ঘটতে লাগল। আবু ওবায়দাও একটি শ্বেতকায় হস্তীর আক্রমণে এ যুদ্ধে শহীদ হলেন। আবু ওবায়দার মৃত্যুর পর মুসান্না স্বয়ং মুসলিম ঝাণ্ডা হাতে নিলেন। কিন্তু তখন যুদ্ধের অবস্থা মুসলমানদের আয়ত্তের বাইরে চলে গিয়েছিল এবং মুসলিম সৈন্যরা ভয়ে পলায়ন করছিল। মুসলমান সৈন্যরা যাতে পলায়ন করতে না পারে সে জন্য প্রতিপক্ষের এক ব্যক্তি ছুটে গিয়ে সেতু ধ্বংস করে দিল। মুসান্না দ্রুত সেতু সংস্কার করে পলায়নরত সৈন্যদের নিরাপদে পৌঁছার জন্য একদল অশ্বারোহী সৈন্য সেখানে মোতায়েন করলেন। মুসলমান সৈন্যরা নিরাপদে নদী পার হয়ে গেলেন। অবশেষে হিসাব করে দেখা গেল, নয় হাজার সৈন্যের মধ্যে মাত্র তিন হাজার সৈন্য বেঁচে আছেন। এ যুদ্ধে মুসান্নাও মারাত্মকভাবে আহত হয়েছিলেন। ঐতিহাসিক বালাজুরির মতে, এ বেদনাদায়ক ঘটনা ত্রয়োদশ হিজরির রমজান মাসে (অক্টোবর, ৬৩৪ খ্রিস্টাব্দ) সংঘটিত হয়েছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর