সম্প্রতি আমরা কয়েক বন্ধু এবং সহকর্মী মিলে সুন্দরবন দুবলার চরে গিয়েছিলাম। ঢাকা থেকে গাড়িতে করে মাওয়া পার হয়ে মাইক্রোবাসে মোংলা এবং মোংলা থেকে নির্ধারিত লঞ্চযোগে সুন্দরবনের মধ্যদিয়ে বয়ে যাওয়া পশুর নদীর বুক চিরে সেই সমুদ্র মোহনায় দুবলার চরে যাওয়া এবং একইভাবে ঢাকায় ফিরে আসা। এ সময়ে তিন/চার দিন আমরা মোটামুটি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। মোবাইল নেটওয়ার্ক, রেডিও-টেলিভিশন, পত্র-পত্রিকা…