সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
ইতিহাস

ত্রিপুরা জয়ের চেষ্টা

কামতাপুর ও উড়িষ্যা বিজয়ের পর হুসাইন শাহ ত্রিপুরা রাজ্য জয়ের চেষ্টা করেন। এ উদ্দেশে তিনি পর পর চারটি অভিযান প্রেরণ করেন। কিন্তু মহারাজা ধন্যমাণিক্য ও সেনাপতি চরচাগের জন্য হুসাইন শাহের চেষ্টা সম্পূর্ণ সফল না হলেও ত্রিপুরা রাজ্যের কিছু অংশ তার রাজ্যভুক্ত হয়। এরপর হুসাইন শাহের সৈন্যবাহিনী গোমতী নদী পর্যন্ত অগ্রসর হয় এবং চট্টগ্রাম অধিকার করে। আরাকান রাজ্যও এ সময়ে বঙ্গের সীমান্ত স্পর্শ করে। আরাকান বিজয়ের জন্য সুলতানের পুত্র নসরত খানের অধীনে সৈন্য প্রেরণ করা হয়। আরাকান বিজিত হলে হুসাইন শাহের সেনাপতি পরাগল খান এর শাসনকর্তা নিযুক্ত হলেন। তার সামরিক অভিযান সম্বন্ধে ড. এ এম হাবিবুল্লাহ বলেন, “আসাম অভিযান ব্যতীত হুসাইন শাহের সব সামরিক পরিকল্পনা সাফল্যমণ্ডিত হয়েছিল।

মধ্যযুগে বাংলার স্বাধীন সুলতানদের মধ্যে আলাউদ্দীন হুসাইন শাহ একজন কালজয়ী পুরুষ। তার সুদীর্ঘ শাসনামল বাংলার ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। তিনি নিঃসন্দেহে তার বংশের সর্বশ্রেষ্ঠ এবং বঙ্গদেশের অন্যতম শ্রেষ্ঠ সুলতান ছিলেন। তার রাজত্বকালে মুসলিম বাংলার সীমা চতুর্দিকে বিস্তার লাভ করে। পশ্চিমে সরণ ও বিহার, দক্ষিণ-পশ্চিমে মন্দারণ ও ২৪ পরগনা, উত্তর-পশ্চিমে আসামের হাজো এবং দক্ষিণ-পূর্বে শ্রীহট্ট ও চট্টগ্রাম পর্যন্ত তার রাজ্যসীমা বিস্তৃত ছিল। তিনি হাবশীদের (আবিসিনীয় ক্রীতদাস) অত্যাচার প্রতিরোধ করেন এবং সম্ভ্রান্ত বংশীয় হিন্দু ও মুসলমানদের সহযোগিতায় দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন। কোনো রকম বিদ্রোহ তার রাজত্বের শান্তি ও নিরাপত্তা নষ্ট করেনি। তার শান্তি ও সমৃদ্ধিপূর্ণ রাজত্বকালে প্রজারা সুখে-শান্তিতে বাস করত। রাজ্যবিস্তারের ক্ষেত্রেও হুসাইন শাহের কৃতিত্ব উল্লেখযোগ্য ছিল। ষাট বছর বয়সেও ত্রিপুরা রাজ্যের বিরুদ্ধে তিনি সেনাপতির দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তার শাসনামলে কামতাপুরের খেনরাজ্য বিধ্বস্ত হয়। উড়িষ্যা, ত্রিপুরা বিহারের কিয়দংশে হুসাইন শাহ রাজ্য বিস্তার করেন। তিনি একজন প্রজারঞ্জক শাসক ছিলেন। তিনি প্রজাদের মঙ্গল সম্বন্ধে বিশেষ সজাগ ছিলেন এবং তাদের অবস্থার উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করতেন। হুসাইন শাহ তার প্রজাদের কাছে এত জনপ্রিয় ছিলেন, তারা তাকে ‘নৃপতিতিলক’ ও ‘জগ-ভূষণ’ উপাধি দান করেছিলেন। হুসাইন শাহ হিন্দুদের প্রতি সহনশীল ও উদার ছিলেন। তিনি বহু যোগ্য হিন্দুকে রাজ্যের গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর