বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

আন্তর্জাতিক সমুদ্র মহড়া

নৌ নিরাপত্তায় সক্ষমতা বাড়াবে

সমুদ্র নিরাপত্তায় ভারত মহাসাগরীয় দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গত সোমবার কক্সবাজারের ইনানী বিচে বঙ্গোপসাগরে প্রথমবারের মতো আন্তর্জাতিক সমুদ্র মহড়ার উদ্বোধনকালে রাষ্ট্রপতির বক্তব্য তাৎপর্যের দাবিদার। সমসাময়িক বাস্তবতায় ভারত মহাসাগরের অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব অনস্বীকার্য। বিশ্ব অর্থনীতিতে এশিয়ার হিস্যা যত বাড়ছে, ততই বাড়ছে এ গুরুত্ব। সমুদ্র সম্পদ যে কোনো দেশের জাতীয় উন্নয়নে প্রাণভোমরার দায়িত্ব পালনের সক্ষমতা রাখে। এ প্রেক্ষাপটে সমুদ্রনির্ভর অর্থনীতি বা ব্লু ইকোনমির ধারণা বিশ্বজুড়ে বিস্তৃত হচ্ছে। ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির পর বাংলাদেশেও ব্লু ইকোনমির ক্ষেত্রে এগিয়ে যাওয়ার বিষয়টি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটেই সমুদ্রের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে জাতীয়ভাবে। সুনামি ও সাইক্লোনের মতো প্রাকৃতিক দুর্যোগ এবং মানবসৃষ্ট অন্যান্য দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা অর্জনের বিষয়টি সময়ের দাবি হিসেবে বিবেচিত হচ্ছে। ভারত মহাসাগরীয় দেশগুলোর সমুদ্রবিষয়ক সহযোগিতা বাড়াতে সক্রিয় আইওএনএসের ২৩টি দেশের মধ্যে ১৫টি এবং পর্যবেক্ষক দেশের অংশগ্রহণে প্রথমবারের মতো যে সমুদ্র মহড়া অনুষ্ঠিত হচ্ছে তাতে ৪১টি যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে। ভারত মহাসাগরে যুদ্ধজাহাজ বা সাধারণ জাহাজ বিপদে পড়লে কীভাবে তা উদ্ধার করা যাবে সে মহড়াও দেখানো হচ্ছে। মহড়ায় ভারতের চার, চীনের এক, ইন্দোনেশিয়ার এক, ইরানের দুই এবং বাংলাদেশের ৩৩টি যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে। রাষ্ট্রপতি মহড়ার  উদ্বোধনকালে বলেছেন, স্থল সীমান্ত দেশগুলোকে আলাদা করে রাখলেও সাগরের বন্ধুত্বের বন্ধন আমাদের একসঙ্গে রাখতে পারে। স্মর্তব্য, ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর নৌ নিরাপত্তা, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, সন্ত্রাস ও চোরাচালান দমনসহ বিভিন্ন পেশাগত সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যে ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম (আইওএনএস) প্রতিষ্ঠিত হয়। প্রথমবারের মতো ভারত ও চীনের যুদ্ধজাহাজ সমুদ্রে পাশাপাশি থাকছে এবং একসঙ্গে কোনো মহড়ায় অংশ নিচ্ছে। বিষয়টিকে নৌ-কূটনীতির সফলতা হিসেবে মনে করছে বাংলাদেশ।  বঙ্গোপসাগরে ভারত মহাসাগরীয় দেশগুলোর নৌমহড়া দেশের নৌবাহিনীর দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সহযোগিতা ও মৈত্রীর বন্ধন জোরদার করবে বলে আমাদের বিশ্বাস।

সর্বশেষ খবর