বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

দুদকের কবলে কোচিং বাণিজ্য

কোচিং সেন্টারেও আঘাত হানুন

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোচিং বাণিজ্যের সঙ্গে যুক্ত রাজধানীর আটটি নামিদামি স্কুলের ৯৭ শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের চূড়ান্ত সুপারিশ মন্ত্রিপরিষদে পাঠিয়েছে। দুই মাস আগে অনুসন্ধানের মাধ্যমে কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত শিক্ষক নামের রাঘববোয়ালদের নাম জানতে পারে দুদক। এদের মধ্যে থেকে যাচাই-বাছাই করে ৯৭ শিক্ষকের বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২ অনুযায়ী শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। এর মধ্যে এমপিওভুক্ত চারটি বিদ্যালয়ের ৭২ শিক্ষকের বিরুদ্ধে নীতিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও পরিচালনা পর্ষদকে অনুরোধ করা হয়েছে। অন্যদিকে সরকারি বিদ্যালয়ের ২৫ শিক্ষকের বিরুদ্ধে নীতিমালা ও সরকারি কর্মচারী বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। কমিশনের সুপারিশ অনুযায়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতিঝিল শাখার ৩২ জন ও বনশ্রী শাখার চারজনসহ মোট ৩৬ জন, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের ২৪ জন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাতজন, রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের পাঁচজন, মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ১২ জন, মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের চারজন, খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ের একজন ও গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের আট শিক্ষকসহ ৯৭ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। দুদক টিমের সুপারিশে মণিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের ১৪ শিক্ষকের নাম থাকলেও চূড়ান্ত সুপারিশে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ প্রশংসনীয় হলেও তাতে কোচিং নামের লাভজনক বাণিজ্যে বাদ সাধা যাবে কিনা সংশয় রয়েছে। কারণ এর ফলে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের এক স্কুল থেকে অন্য স্কুলে বদলি এমনকি প্রভাতি থেকে দিবা শিফট বা দিবা থেকে প্রভাতি শিফটে বদলির সুপারিশ করা হয়েছে। যারা দীর্ঘদিন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্যে যুক্ত থেকে অনৈতিকভাবে অর্থ উপার্জন করেছে তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে সুপারিশে বলা হয়েছে।  তবে কোচিং বাণিজ্যে মহারথীর ভূমিকায় অবতীর্ণ কোচিং প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া না হলে এ সীমিত প্রয়াস কতটা সুফল দেবে তা দেখার বিষয়।

সর্বশেষ খবর