বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
ইতিহাস

বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতা

হুসাইন শাহের পৃষ্ঠপোষকতায় বহু গ্রন্থ রচিত হয়। বাংলা সাহিত্যের উন্নতি বিধানের জন্য তার রাজত্বকাল স্মরণীয় হয়ে রয়েছে। বাংলা সাহিত্যের খ্যাতনামা কবি মালাধর বসু, বিজয় গুপ্ত, বিপ্রদাস ও যশোরাজ খাঁ হুসাইন শাহের উদার পৃষ্ঠপোষকতা লাভ করেন। তার শাসনকালে বরিশালের কবি বিজয়গুপ্ত বাংলায় পদ্মপুরাণ অনুবাদ করেন। হুসাইন শাহের সেনাপতি পরাগল খানের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামের অন্যতম শ্রেষ্ঠ কবি পরমেশ্বর (কবীন্দ্র) বাংলায় সর্বপ্রথম মহাভারত অনুবাদ করেন। শাহের পৃষ্ঠপোষকতায় মালাধর বসু ‘শ্রীভগবদ গীতা’ বাংলা ভাষায় অনুবাদ করেন। তার রাজত্বকালে বৈষ্ণব ধর্মগুরু শ্রীচৈতন্য ভক্তি মতবাদ প্রচার করেন। গৌড়ে ভ্রমণকালে শ্রীচৈতন্যকে শ্রদ্ধা প্রদর্শনের জন্য তিনি তার রাজকর্মচারীদের নির্দেশ দিয়েছেন। হুসাইন শাহ নিষ্ঠাবান মুসলমান ছিলেন। তিনি তার রাজ্যের বিভিন্ন অংশে বহুসংখ্যক মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করেন। গৌড়ে তার নির্মিত ছোট সোনামসজিদ তার আমলের স্থাপত্যশিল্পের সাক্ষ্য বহন করে।  তার ২৬ বছরের শাসনামলে বঙ্গে জ্ঞান-বিজ্ঞান ও শিল্পকলার অস্বাভাবিক উন্নতি সাধিত হয়েছিল।

সর্বশেষ খবর