বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

মানব পাচারের রকম ফের

অপকর্মের হোতাদের ঠেকাতে হবে

মালয়েশিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের আড়ালে মানব পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছেন অনন্য মামুন নামের একজন চলচ্চিত্র পরিচালক। তার বিরুদ্ধে অভিযোগ তিনি অনুষ্ঠানের নামে ৫৭ জনকে মালয়েশিয়ায় পাচারের জন্য সঙ্গে নিয়ে এসেছেন। পুলিশ এই ৫৭ জনকেও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। বাংলাদেশের একজন চলচ্চিত্র পরিচালকের দলবলসহ গ্রেফতারের ঘটনায় প্রবাসীরা বিব্রতবোধ করছেন। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এটিকে অস্বস্তিকর ঘটনা বলে অভিহিত করেছেন। উল্লেখ্য, শনিবার কুয়ালালামপুরের উইজমা এমসিএ সেন্টারে ‘সিনেমাটিক বাংলাদেশি নাইটস’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন অনন্য মামুন। তার নেতৃত্বে বাংলাদেশি শিল্পীদের একটি দল ওই অনুষ্ঠানে অংশ নেন। দলের বেশ কয়েকজন সদস্য দেশের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ। মানব পাচারের যে অভিযোগ বাংলাদেশের একজন চলচ্চিত্র পরিচালকের বিরুদ্ধে আনা হয়েছে তা যথার্থ কিনা সেটি যথাযথ তদন্তে উদঘাটিত হতে পারে। তবে স্বীকার করতেই হবে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে মানব পাচারের ঘটনা অহরহ ঘটছে। যেসব দেশে অবৈধ পথে মানব পাচার সবচেয়ে বেশি হচ্ছে মালয়েশিয়া তার মধ্যে অন্যতম। ফলে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে মালয়েশিয়ায় মানব পাচারের যে অভিযোগ আনা হয়েছে গ্রেফতারদের বিরুদ্ধে তার যথার্থতা যাই হোক না কেন, সাধারণভাবে বিশ্বাসযোগ্যতা পেয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কৌশলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এমনকি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশে মানব পাচারের ঘটনা ঘটে থাকে। সাংস্কৃতিক অঙ্গনের কিছু ভদ্রবেশী কুলাঙ্গার এসব অপকর্মের সঙ্গে জড়িত। সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে বিত্তশালীদের জন্য বিনোদন ভ্রমণেরও আয়োজন করে তারা। এ ধরনের অপকর্ম দেশের সুনামের জন্য বিড়ম্বনা ডেকে আনছে। বাংলাদেশিদের কোনো কোনো দেশে সংশয়ের চোখে দেখা হচ্ছে। আমরা আশা করব মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন গ্রেফতারদের ব্যাপারে খোঁজখবর নেবে এবং তাদের আইনগত সহায়তা দেবে। ভবিষ্যতে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যারা বিদেশ সফরে যাবেন তাদের ব্যাপারে যথাযথভাবে নিশ্চিত হয়েই ছাড়পত্র দেওয়া হবে। ব্যক্তি বিশেষের অপকর্মের কারণে যাতে দেশের সুনাম বিঘ্নিত না হয় সে ব্যাপারে তীক্ষ নজর রাখা হবে এমনটিও কাম্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর