বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

থার্টিফার্স্ট নাইট

উৎসব হোক উচ্ছৃঙ্খলা নয়

থার্টিফার্স্ট নাইট বা ইংরেজি নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে কোথাও যাতে উচ্ছৃঙ্খলা মাথাচাড়া দিয়ে না ওঠে, তা নিশ্চিত করতে রাজধানীতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, থার্টিফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না। শান্তি-শৃঙ্খলা এবং জনগণের জানমালের নিরাপত্তার কথা ভেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। থার্টিফার্স্ট নাইট উপলক্ষে অভিজাত এলাকার তরুণদের একাংশ বেলাল্লাপনায় মেতে উঠত। আইনশৃঙ্খলার জন্য তাদের আচরণ হুমকি হিসেবে দেখা দিত। সাম্প্রতিক বছরগুলোতে এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী কঠোর নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করায় অঘটন এড়ানো সম্ভব হচ্ছে। উৎসব পালনে কোনো বিধি-নিষেধ না থাকলেও নিরাপত্তাজনিত কারণে থার্টিফার্স্টে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না। অনুমতি সাপেক্ষে ক্লাব, হোটেল ও রেস্তোরাঁয় অনুষ্ঠান করা যাবে। ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে পরদিন ভোর পর্যন্ত ঢাকা মহানগরীতে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, বনানী ও বারিধারায় বিশেষ নজরদারি বজায় থাকবে। থার্টিফার্স্ট নাইট উপলক্ষে টহল পুলিশ, চেকপোস্ট, সিসি ক্যামেরা, আর্চওয়ে রাখারও ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন এলাকায় পোশাকে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। থাকবে নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ। কেউ ব্যক্তিগতভাবে বাসায় থার্টিফার্স্ট নাইট অনুষ্ঠানের আয়োজন করলে এবং পুলিশকে জানালে বাড়তি নিরাপত্তা দেওয়া হবে। থার্টিফার্স্ট উপলক্ষে কোথাও আতশবাজি বা পটকা ফোটানো যাবে না। র্যাবের পক্ষ থেকেও থার্টিফার্স্ট ও নববর্ষ উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নিরাপত্তাসহ টহল ও চেকপোস্ট থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যার পর বহিরাগত কোনো ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না। থার্টিফার্স্ট উপলক্ষে সুনির্দিষ্টভাবে কোনো হুমকি না থাকলেও আইনশৃঙ্খলা সামাল দিতে যে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে উৎসবকে কেন্দ্র করে উচ্ছৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা হ্রাস পাবে। থার্টিফার্স্ট নাইট পালনে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকরা ব্যাপকভাবে অংশ নেয়। তাদের নিরাপত্তা নিশ্চিতকরণে বাড়তি ব্যবস্থা স্বস্তিদায়ক পরিবেশ সৃষ্টিতে অবদান রাখবে বলে আশা করা যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর