সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

৪১টি নতুন ট্রাইব্যুনাল

নারী ও শিশু নির্যাতন দমনে ভূমিকা রাখবে

নারী ও শিশু নির্যাতন মামলার দ্রুত নিষ্পত্তি এবং বিচার প্রার্থীদের দুর্ভোগ নিরসনে নতুন করে আরও ৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এসব ট্রাইব্যুনাল স্থাপনে জেলা জজ পদমর্যাদার বিচারকসহ ২৪৬টি পদও সৃষ্টি করা হয়েছে। অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ পদে পদোন্নতির জটিলতাও ইতিমধ্যে কেটে যাওয়ায় আশা করা হচ্ছে সুপ্রিম কোর্টের অনুমোদন পেলেই এসব ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু করা সম্ভব হবে। বর্তমানে দেশের ৪৬ জেলায় ৫৪টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রয়েছে। দেড় লক্ষাধিক মামলার বিচার নিয়ে ট্রাইব্যুনালগুলো হিমশিম খাচ্ছে। আইনের বিধান অনুযায়ী এসব মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার কথা। কিন্তু মামলাজটের কারণে কার্যত বেশির ভাগ মামলার বিচার শেষ করতে বছরের পর বছর সময় লেগে যাচ্ছে। নতুন ট্রাইব্যুনালগুলো চালু হলে বিচার দ্রুত নিষ্পত্তি করার প্রত্যাশা অনেকাংশে পূরণ হবে। স্মর্তব্য, নারী ও শিশু নির্যাতনমূলক অপরাধ কঠোর হস্তে দমনে সরকার ২০০০ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন প্রণয়ন করে। বিশেষ এ আইনের অধীনে দায়ের করা মামলাগুলোর বিচারের জন্য প্রতিটি জেলা সদরে একটি করে ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয় আইনের ২৬(১) ধারায়। প্রয়োজনে একাধিক ট্রাইব্যুনাল গঠনের কথাও বলা হয়েছে আইনে। কিন্তু দেড় যুগ ধরে অনেক জেলায় ট্রাইব্যুনাল গঠন করা সম্ভব হয়নি। এমন ১২টি জেলায় এবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কাজ শুরু করার সুযোগ পাবে। ট্রাইব্যুনাল থাকলেও মামলার জট রয়েছে এমন ২২টি জেলায় নতুন করে আরও ২৯টি ট্রাইব্যুনাল গঠন করা হবে। রাজধানী ঢাকায় বিদ্যমান পাঁচটি ট্রাইব্যুনালের পাশাপাশি নতুন আরও চারটি, চট্টগ্রামে বিদ্যমান তিনটি ট্রাইব্যুনালের সঙ্গে আরও চারটি ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব করা হয়েছে।  ৪১টি নতুন ট্রাইব্যুনাল গঠন শুধু দ্রুত বিচার নিশ্চিত করা নয়, নারী ও শিশু নির্যাতন রোধে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা করা যায়।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর