রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নতুন প্রধান বিচারপতি

সমুন্নত থাক বিচার বিভাগের স্বাধীনতা

বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুই স্তম্ভের একটি বিচার বিভাগের সর্বোচ্চ পদে প্রাজ্ঞ বিচারক হিসেবে অসামান্য সুনামের অধিকারী একজন ব্যক্তিত্বের অধিষ্ঠানকে আমরা অভিনন্দন জানাই। বিশ্বাস করতে চাই, প্রধান বিচারপতির মর্যাদাপূর্ণ পদকে তিনি আরও মহিমামণ্ডিত করে তুলবেন বিচারপ্রার্থীদের জন্য সুবিচার নিশ্চিত করে। বিচার ব্যবস্থার প্রতি দেশবাসীর আকাশছোঁয়া আস্থা সমুন্নত রাখতে নতুন প্রধান বিচারপতি সব সময়ই সচেষ্ট থাকবেন। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন পূর্বসূরি প্রধান বিচারপতি এস কে সিনহার স্থলাভিষিক্ত হলেন। গত নভেম্বরে শারীরিক অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেন বিচারপতি সিনহা। তারপর থেকে শূন্য ছিল সাংবিধানিক এই পদটি। এ সময়ে অবশ্য আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণের মাধ্যমে বিচার বিভাগে বিদ্যমান শূন্যতার অবসান ঘটল। আশা করা হচ্ছে, প্রধান বিচারপতি পদটি শূন্য থাকায় আপিল বিভাগ ও হাই কোর্টে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যে সাংবিধানিক প্রতিবন্ধকতা ছিল তার ইতি ঘটবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে অন্যান্য বিচারপতি নিয়োগ করেন। স্মর্তব্য, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিএনপি সরকার আমলে ২০০৩ সালে হাই কোর্টের স্থায়ী বিচারক হন। ২০১১ সালে তিনি আপিল বিভাগের বিচারক পদে উন্নীত হন। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের জন্ম ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর। এলএলবি ডিগ্রি নিয়ে ১৯৮১ সালে আইন পেশায় যুক্ত হন। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি গঠিত দুটি সার্চ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ মাহমুদ হোসেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদেও অধিষ্ঠিত ছিলেন তিনি। দেশের প্রধান বিচারপতি পদে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ২০২১ সালের ৩০ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এ সময়ে তিনি গণমানুষের অধিকার সমুন্নত রাখা ও বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে অভিভাবকসুলভ দায়িত্ব পালন করবেন।  বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখার ব্যাপারে পূর্বসূরিদের মতো দৃঢ় ভূমিকা পালন করবেন এমনটিই প্রত্যাশিত। নতুন প্রধান বিচারপতিকে আমাদের অভিনন্দন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর