রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

র‌্যাফেলশিয়া আর্নল্ডি

র‌্যাফেলশিয়া আর্নল্ডি

ফুল প্রকৃতির অপরূপ সৃষ্টি। এর রঙে-গন্ধে সবাই আকৃষ্ট হয়। কীটপতঙ্গ, পাখি, মানব জাতি যেন ফুলের মোহে বিমোহিত। তবে কিছু কিছু ফুল আছে যাদের আকার-আকৃতির কারণে অন্যান্য ফুলের চেয়ে ওই ফুলে মানুষ আকৃষ্ট হয় বেশি। এমনই একটি ফুল ‘র‌্যাফেলশিয়া আর্নল্ডি’। এটি পৃথিবীর সবচেয়ে বড় আকৃতির ফুল। এর ব্যাস প্রায় ৩ ফুট, ওজন প্রায় ১১ কেজি। ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপ ছাড়া পৃথিবীর আর কোনো দেশে এই প্রজাতির ফুল দেখা যায় না। শুধু আকারে নয়, এদের রঙেও বৈচিত্র্য রয়েছে। দেখতে লালচে বাদামি রঙের। পুরো ফুলেই রয়েছে হলদে দাগের ছটা। এ ফুলের কোনো মূল, পাতা, বাকল নেই। এ ছাড়া দেহে ক্লোরোফিল না থাকায় নিজেরা নিজেদের খাদ্য উৎপাদন করতে পারে না। অন্য উদ্ভিদের ওপর পরজীবী হিসেবে জন্মে। অনেকের কাছে ‘র‌্যাফেলশিয়া আর্নল্ডি’ কর্পস ফ্লাওয়ার নামেও পরিচিত। কটু গন্ধের কারণে এদের নামকরণ এমন হয়েছে। এজন্য তীব্র গন্ধের কারণে বেশির ভাগ পতঙ্গই এই ফুলের প্রতি আকৃষ্ট হয় না। এমন বৈচিত্র্যময়তার কারণে এই ফুল ইন্দোনেশিয়ার জাতীয় ফুলের মর্যাদা পেয়েছে।

মুন্সি জামিলউদ্দিন

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর