বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নতুন হজনীতি

হজ এজেন্সিগুলোর স্বচ্ছতা কাম্য

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছর ১ লাখ ২৭ হাজার জন হজ করার সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন এবং ১ লাখ ২০ হাজার হজব্রত পালন করবেন বেসরকারি ব্যবস্থাপনায়। গত সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে চলতি বছরের হজ প্যাকেজ এবং জাতীয় হজ ও ওমরাহ নীতির অনুমোদন দেওয়া হয়। চলতি বছর বিমান ভাড়া বৃদ্ধি পাওয়ায় হজযাত্রীদের খরচ বেড়েছে। এ বছর বিমান ভাড়া বাবদ দিতে হবে ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা। গত বছরের তুলনায় প্রায় ১৪ হাজার টাকা বেশি। গত বছর বিমান ভাড়া ছিল ১ লাখ ২৪ হাজার ৭২৩ টাকা। মন্ত্রিসভায় অনুমোদিত প্যাকেজ অনুযায়ী এ বছর সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১-এর আওতায় হজে যেতে লাগবে ৩ লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা। গত বছর এই প্যাকেজ ছিল ৩ লাখ ৮১ হাজার ৫০৮ টাকা। আর প্যাকেজ-২-এর আওতায় হজে যেতে খরচ হবে ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা। গত বছর এ ব্যয় ছিল ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা। সরকারিভাবে গতবারের থেকে এবার এক নম্বর প্যাকেজে ১৬ হাজার ৪২১ ও দুই নম্বর প্যাকেজে ১২ হাজার ৪ টাকা বৃদ্ধি পেয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় যারা হজে যাবেন তাদের সুবিধার ধরন অনুযায়ী টাকার অঙ্কে হেরফের হবে। এ বছর ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা বিমান ভাড়ার পাশাপাশি বেসরকারি খাতে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ২৭৭ টাকা। গত বছরের চেয়ে এ খরচ ১১ হাজার ৭৪০ টাকা বেশি। মন্ত্রিসভায় অনুমোদিত হজনীতি অনুযায়ী চলতি বছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় প্রতি ৪৫ হজযাত্রীর জন্য একজন করে গাইড থাকবে। হজের দুই মাস আগে এসব গাইডের তথ্য হজ অফিসে দিতে হবে। আর প্রত্যেক হজ এজেন্সি কমপক্ষে ১৫০ ও সর্বোচ্চ ৩০০ হজযাত্রী নিতে পারবে। কোনোক্রমেই এক ফ্লাইটে তিনটি এজেন্সির বেশি যাত্রী পাঠানো যাবে না। নতুন হজনীতিতে হজযাত্রীদের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণে নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যা প্রশংসার দাবিদার। বিমান ভাড়াসহ অন্যান্য খরচ বৃদ্ধি পাওয়ায় হজযাত্রীদের ওপর আর্থিক চাপ বাড়বে; যা এড়াতে পারলে আরও গ্রহণযোগ্য বলে বিবেচিত হতো। আমরা আশা করব, সুষ্ঠুভাবে হজ পালনে সরকার হজ এজেন্সিগুলোর ওপর তীক্ষ নজর রাখবে। তারা যাতে স্বচ্ছভাবে দায়িত্ব পালন করে তা নিশ্চিত করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর