বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
ইতিহাস

অটোমানে অচলাবস্থা

এলান বুলক বলেন, ‘সোলায়মানের পর ইউরোপ ও অটোমান সাম্রাজ্যের মধ্যে অচলাবস্থার সৃষ্টি হয়। মনে হয় যে, মহান তুর্কি আন্দোলনের তৎপরতা ইউরোপে স্তিমিত হয়ে যায়, তারপর আর অগ্রসর হতে পারেনি। এ প্রসঙ্গে উল্লেখ্য, ইউরোপে বিদ্যার প্রভূত উন্নতি সাধিত হলে অটোমানদের তুলনায় ইউরোপীয়রা অধিকতর পারদর্শী হয়ে ওঠে। এর ফলে জলে ও স্থলে তুর্কিদের প্রাধান্য ক্ষীণ হয়ে পড়ে। সোলায়মানের পর তুর্কি সামরিক বাহিনীর শক্তি লোপ পেতে থাকে। তুর্কি নৌবহর বিভিন্ন রাজ্য জয়ে সহায়তা করে, এমনকি কনস্টান্টিনোপল দখলেও মূলত ভেনিসীয় ও স্প্যানিশ জাতির মতো তুর্কিরা সমুদ্রাভিযানে অনভ্যস্ত ছিল এবং তারা একটি শক্তিশালী নৌবাহিনী গঠনে ব্যর্থ হয়। এ কারণে সোলায়মানের মৃত্যুর পর ১৫৭১ খ্রিস্টাব্দে লেপানটোর যুদ্ধে তাদের পরাজয় ঘটে। অটোমানদের নৌবহর পুনর্গঠিত হলেও ভূমধ্যসাগরে মাল্টা ও ইতালিতে তাদের নৌ-অভিযান সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। এর ফলে প্রাইসের ভাষায়, ‘তুর্কি নৌশক্তি পূর্ব ভূমধ্যসাগরে সীমাবদ্ধ হয়ে পড়ে।’ স্থলবাহিনীও আগের ক্ষিপ্রতা হারিয়ে ফেলে। এ কারণে ১৬৬৪ খ্রিস্টাব্দে হাফসবুর্গ বাহিনী সেন্ট গডহার্থের রণক্ষেত্রে তুর্কি বাহিনীকে পরাজিত করে। ১৬৮৩ খ্রিস্টাব্দে কারা মোস্তফার নেতৃত্বে পরিচালিত সমরাভিযানে ৬০ দিন অবরোধ করেও ভিয়েনা দখলে তুর্কিরা ব্যর্থ হয়। ১৬৯৯ খ্রিস্টাব্দে কার্লউইচের সন্ধি অনুযায়ী অস্ট্রিয়া সমগ্র হাঙ্গেরি লাভ করে এবং পোল্যান্ড, রাশিয়া ও ভেনিস পতনোন্মুখ অটোমান সাম্রাজ্যের অঞ্চলসমূহ দখল করতে থাকে। অটোমান সাম্রাজ্য একক জাতি দ্বারা গঠিত ছিল না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর