শিরোনাম
সোমবার, ৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা

জাফর ইকবালের ওপর হামলা

দোষীদের আইনের আওতায় আনুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নন্দিত লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। দুই বছর ধরে তাকে একের পর এক হুমকি দিয়ে চলছিল অন্ধকারের জীবেরা। শনিবার বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে হঠাৎ করেই এ শিক্ষাবিদের ওপর চড়াও হয় ছুরিকাধারী এক যুবক। অনুষ্ঠানের মঞ্চেই সে অবস্থান করছিল মুহম্মদ জাফর ইকালের ঠিক পেছনেই। ঘটনাস্থল থেকে তাকে আটক করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। উপর্যুপরি ছুরিকাঘাতে আহত জনপ্রিয় লেখককে সঙ্গে সঙ্গে নেওয়া হয় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়। ছুরিকাঘাতে মুহম্মদ জাফর ইকবালের মাথার পেছনে চারটি, পিঠে একটি ও বাঁ হাতে একটি জখম হয়েছে। তবে চিকিৎসকরা বলেছেন, তিনি এখন আশঙ্কামুক্ত। ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা সারা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসী হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করে দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের ওপর কাপুরুষোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছেন। ড. মুহম্মদ জাফর ইকবালকে দীর্ঘদিন ধরে হামলার টার্গেটে পরিণত করেছে স্বাধীনতাবিরোধী ও জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। মুক্তিযুদ্ধের প্রতি অঙ্গীকারবদ্ধ ভূমিকার কারণে তিনি স্বাধীনতাবিরোধীদের জিঘাংসার টার্গেটে পরিণত হন। অব্যাহত হুমকির কারণে এ যশম্বী শিক্ষাবিদের নিরাপত্তায় গানম্যান নিয়োগ করা হলেও তাদের সামনেই হামলার ঘটনা ঘটে। হামলাকারী যুবক একজন মাদ্রাসা শিক্ষকের সন্তান। যে নিজেকে মাদ্রাসা ছাত্র বলে দাবি করত। তাদের বসবাস বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায়। মনে করা হচ্ছে হামলাকারীর সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের সম্পর্ক থাকতে পারে। নন্দিত লেখক ও খ্যাতনামা শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনা প্রমাণ করেছে বিবেক বিক্রীত অন্ধকারের জীবরা কতটা বেপরোয়া হতে পারে। আমরা আশা করব এ ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনার সব চেষ্টা করা হবে। ড. মুহম্মদ জাফর ইকবালের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ফাঁক ছিল কিনা সে বিষয়টির উদঘাটনও জরুরি। পাশাপাশি দেশের শিক্ষাঙ্গন থেকে জঙ্গিবাদ ও ধর্মান্ধতার শেকড় উত্পাটনেও নেওয়া হবে যথাযথ ব্যবস্থা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর