সোমবার, ২৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

মহান স্বাধীনতা দিবস

মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা

স্বাধীনতা যে কোনো জাতির সবচেয়ে বড় অর্জন। রক্ত দিয়ে কেনা স্বাধীনতার প্রাসঙ্গিকতা যে আরও বেশি তা সহজেই অনুমেয়। বাঙালির হাজার বছরের ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল ঘটনা হিসেবে বিবেচনা করা হয় স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশের ঘটনাকে। দুনিয়ার যেসব দেশ স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশের অবস্থান সবার শীর্ষে। ১৯৭০-এর নির্বাচনে নিরঙ্কুশভাবে জয়ী আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানায় পাকিস্তানি সামরিক জান্তা। ১৯৭১ সালের ২৫ মার্চ তারা রাতের আঁধারে বাংলাদেশের ঘুমন্ত মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় ইতিহাসের সবচেয়ে বর্বরতম গণহত্যা। জাতির এ সংকট মুহূর্তে ২৬ মার্চের শুরুতেই বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা ঘোষণা করেন। হানাদার পাকিস্তানি সৈন্যদের কবল থেকে স্বাধীনতা রক্ষায় সশস্ত্র মুক্তিযুদ্ধের ডাক দেন। দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধ শেষে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে অর্জিত হয় মুক্তিযুদ্ধের মহিমান্বিত বিজয়। মহান স্বাধীনতার এদিনে আমরা স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে। স্মরণ করছি বঙ্গবন্ধুর ডাকে আত্মোৎসর্গকারী মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ এবং পাকিস্তানি হানাদারদের দ্বারা নিগৃহীত দুই লাখ মা-বোনকে। কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি মুক্তিযুদ্ধে প্রাণদানকারী মিত্র বাহিনীর শহীদ যোদ্ধাদের। একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা ছিল মুক্তিযুদ্ধের শহীদদের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে দেশ গত ৪৭ বছরে যতটা এগিয়ে যাবে বলে আশা করা হয়েছিল তা সম্ভব হয়নি নানা প্রতিকূল অবস্থার কারণে। স্বাধীনতার সুফল দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার এখনো যে পূরণ হয়নি তা এক বাস্তবতা। ৪৭তম স্বাধীনতা দিবসে এ ব্যর্থতা কীভাবে কাটিয়ে ওঠা সম্ভব হবে সে বিষয়ে মূল্যায়ন হওয়া উচিত। জাতি এ বছর এমন এক সময় ৪৭তম স্বাধীনতা দিবস পালন করছে যখন স্বল্পোন্নত দেশের লজ্জা ঘুচিয়ে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে উত্তীর্ণ হয়েছে। উন্নত দেশে পরিণত হওয়াকে জাতি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে। দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ১৬ কোটি মানুষকে অভিন্ন চেতনায় এগিয়ে যেতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ৩০ লাখ শহীদের স্বপ্ন পূরণ তথা স্বাধীনতার সুফল দেশবাসীর কাছে পৌঁছে দিতে আরও প্রত্যয়ী হতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর