বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

শত তরুণের ভারত সফর

বন্ধুত্ব জোরদারে অবদান রাখুক

বাংলাদেশ-ভারত বন্ধুত্বের ভিত রচিত হয়েছিল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে। দখলদার পাকিস্তানি হানাদারদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করার রক্তক্ষয়ী লড়াইয়ে মুক্তিবাহিনীর সহায়তায় অংশ নিয়েছিলেন ভারতীয় মিত্রবাহিনীর সদস্যরা। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর অসংখ্য সদস্য মুক্তিযুদ্ধে প্রাণ হারিয়েছেন। তাদের রক্ত দুই দেশের রাখিবন্ধনকে অমরতা দান করেছে। দুই দেশের বন্ধুত্বের সূত্রকে আরও জোরদার করতে গত কয়েক বছর ধরে বাংলাদেশের ১০০ তরুণের একটি দল ভারত সফর করছে। এ বছর স্বাধীনতার মাসে শত তরুণের সফরটি ছিল অন্যবারের চেয়ে আরও প্রাণবন্ত। কারণ এই প্রথম ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছে তারুণ্যের এ গ্রুপটি। এর আগে শুধু সাক্ষাৎ হতো রাষ্ট্রপতির সঙ্গে। শত তরুণের ভারত সফরের কথা জানতে পেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশের তরুণদের সঙ্গে দেখা করার। নাটকীয়ভাবে বাংলাদেশের তরুণদের সামনে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় বললেন, ‘কেমন আছো, আমার সোনার বাংলা।’ জবাবে উচ্ছ্বসিত তারুণ্য জাতীয় সংগীতের পরের অংশের মতোই বলে, আমি তোমায় ভালোবাসি। মধ্যাহ্নভোজের পর আয়োজিত সাক্ষাৎ অনুষ্ঠানে বাংলাদেশি তরুণদের আগ্রহের জায়গা এবং পেশার বিষয়ে জানতে চান নরেন্দ্র মোদি। ভারতে এসে কেমন লাগছে দিল্লি কেমন লেগেছে, কলকাতায় যেতে চায় কিনা জানতে চান তিনি। বলেন, কলকাতা আর বাংলাদেশের মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পাই না— একই রকম ভাষা এবং শিল্পসংস্কৃতি। তরুণদের সম্ভাবনা নিয়েও কথা বলেন তিনি। ১০ মিনিটের এ সাক্ষাতে তরুণরা বাংলাদেশ-ভারত বিষয়ে তাদের মতামত এবং প্রত্যাশা তুলে ধরেন। তরুণদের সঙ্গে ফটোসেশনের মধ্য দিয়ে শেষ হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশি শত তরুণের সাক্ষাৎপর্ব। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও সাক্ষাৎ করেছেন বাংলাদেশের তরুণদের সঙ্গে। বাংলাদেশের শত তরুণের এই গ্রুপটি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর সঙ্গে সাক্ষাৎ করবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ও ভারত দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বকে জোরদার করার ক্ষেত্রে নতুন প্রজন্মের সদস্যদের সফর এবং বিভিন্ন পর্যায়ে মতবিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। এ ধরনের সফরের মাধ্যমে তরুণরা দুই দেশের বন্ধুত্বকে এগিয়ে নেওয়ার অংশীদারে পরিণত হবে এমনটিও প্রত্যাশিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর