বুধবার, ১১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
ইতিহাস

জামায়াত কাহিনী

সৈয়দ ভালি রেজা নসরের ‘দ্য ভ্যানগার্ড অব দি ইসলামিক রেভ্যুলেশন : দ্য জামায়াত-ই-ইসলামী অব পাকিস্তান’ গ্রন্থে বলা হয়েছে— ১৯৪১ সালে গঠিত জামায়াতে ইসলামী অন্যান্য ধর্মীয় রাজনৈতিক দল থেকে কিছুটা দূরত্ব রক্ষা করে চলত। জামায়াত সুনির্দিষ্ট কোনো ইসলামী মতবাদ বা ধর্মতত্ত্ব অনুসরণ করত না। আবার মুসলমানদের নির্দিষ্ট কোনো উপসম্প্রদায়ের প্রতিনিধিত্বও তারা করে না। মিসরের মুসলিম ব্রাদারহুডের (ইখওয়ানুল মুসলিমুন) মতো এটি একটি ইসলামী রাজনৈতিক দল। জামায়াতের প্রতিষ্ঠাতা সাইয়েদ আবুল আলা মওদুদী দলের সদস্য সংগ্রহে প্রথাগত ধর্মীয় মোল্লাদের বাদ দিয়ে মধ্যবিত্ত পেশাজীবী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দিকে নজর দেন। মওদুদী পাকিস্তান আন্দোলনের বিপক্ষে ছিলেন এবং মুসলিম লীগ নেতাদের তিনি প্রকৃত মুসলমান বলেও মনে করতেন না।

            মুন্সি জামিল উদ্দিন

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর