রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

রমজান প্রস্তুতি

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সতর্কতা কাম্য

মাহে রমজানকে সামনে রেখে বিশ্বাসী মানুষ সিয়াম সাধনার প্রস্তুতি নেন। আত্মশুদ্ধির মাধ্যমে উত্তম মানুষ হয়ে ওঠার সাধনা চলে তাদের মধ্যে। পবিত্র এ মাসকে ঘিরে প্রস্তুতি নেয় মুনাফাখোর অসৎ ব্যবসায়ীরাও। ব্যবসার প্রথাসিদ্ধ নিয়ম ভেঙে তারা বাড়তি মুনাফার জন্য মজুদদারি এবং নকল ভেজালের কসরত চালায়। এই পবিত্র মাসকে সামনে রেখে প্রস্তুতি নেয় সংঘবদ্ধ অপরাধীরাও। রমজান ও ঈদের বাজারে জালনোটের অপরাধী চক্র সক্রিয় হয়ে ওঠে। অজ্ঞান পার্টি, থুথু পার্টি, ধাক্কা পার্টির সদস্যরা শিকারের খোঁজে মরিয়া হয়ে ওঠে মাহে রমজানে। ছিনতাইকারী চক্রের সদস্যরাও অন্য যে কোনো সময়ের চেয়ে এই পবিত্র মাসকে ঘিরে বেশি তত্পর হয়। ফলে অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকেও কোমর বাঁধতে হয় সর্বাত্মক প্রস্তুতি নিয়ে। নির্বাচনের বছরে এবারের মাহে রমজান যাতে স্বস্তিদায়ক হয় তা নিশ্চিত করাকে সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। সরকারের নির্দেশনায় অপরাধীদের অপতত্পরতা নস্যাৎ করতে রমজানে জিরো টলারেন্সে থাকবে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। ইতিমধ্যেই এ সংক্রান্তে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে মাঠ পর্যায়ে। শুরু হয়ে গেছে গোয়েন্দা নজরদারি। রমজান শুরুর এক সপ্তাহ আগে থেকেই বিভিন্ন অপরাধ চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযানে নামবে র‌্যাব। তত্পর থাকবে একাধিক মোবাইল কোর্ট। ভেজাল নকল পণ্য উত্পাদনকারী চক্রের দৌরাত্ম্য বন্ধে আগাম প্রস্তুতি নিচ্ছে র‌্যাব, পুলিশ ও মহানগর গোয়েন্দা টিমগুলো। বিএসটিআইর পক্ষ থেকেও বলা হয়েছে, রমজানে সাহরি ও ইফতারে বেশি ব্যবহার হয় এমন খাদ্য ও পানীয় ভেজালমুক্ত রাখতে কঠোর ভূমিকা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা আগাম অভিযান পরিচালনারও প্রস্তুতি নিয়েছে। অভিযানকালে ভেজালের অস্তিত্ব পাওয়া গেলে পণ্যের উত্পাদক প্রতিষ্ঠানের মালিকদের শাস্তি পেতে হবে। রমজানে চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী এ বছর বাড়তি সতর্কতা অবলম্বন করবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে আভাস দেওয়া হয়েছে। অজ্ঞান পার্টিসহ সব ধরনের প্রতারকের তত্পরতায় লাগাম পরাতে প্রস্তুতি নিচ্ছেন তারা। ছিনতাই চক্রের সদস্যদেরও রোধ করা হবে কঠোরভাবে। আমাদের বিশ্বাস নিজেদের সুনামের স্বার্থেই সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী রমজান মাসের শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাসজুড়ে সক্রিয় থাকবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর