শুক্রবার, ১১ মে, ২০১৮ ০০:০০ টা

মাহাথির মোহাম্মদের জয়

জয়ী হলো উন্নয়নের রাজনীতি

মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট পাকাতান হারপান জয়ী হয়েছে। সংসদের ২২২টি আসনের মধ্যে তার দল পেয়েছে ১২২টি আসন। প্রধানমন্ত্রী নাজিব রাজাকের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনাল পেয়েছে ৭৯ আসন। তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে ইসলামী দল, তাদের আসন ১২টি। অন্য দলগুলো পেয়েছে তিনটি আসন। আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ ক্ষমতা ছাড়েন দেড় দশক আগে। তার শাসনামলে উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে তার উত্তরসূরি বলে ভাবা হতো। কিন্তু হঠাৎ করে মাহাথিরের কোপানলে পড়েন আনোয়ার ইব্রাহিম। তাকে শুধু বরখাস্ত করাই নয়, সমকামিতায় বিতর্কিত অভিযোগে গ্রেফতার করে তার রাজনৈতিক জীবন ধ্বংসের চেষ্টা চালানো হয়। ২২ বছর ক্ষমতায় থাকার পর স্বেচ্ছায় তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ান। বিদায়ী প্রধানমন্ত্রী নাজিব রাজাকও ছিলেন মাহাথির মোহাম্মাদের রাজনৈতিক শিষ্যদের একজন। কিন্তু সাম্প্রতিককালে নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে ৯২ বছর বয়সী মাহাথির আবার রাজনীতিতে ফিরে আসেন। পুরনো শত্রু আনোয়ার ইব্রাহিমের দলের সঙ্গে জোট বেঁধে নাজিব রাজাকের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেন। নির্বাচনে জিতলে মাহাথির আবার প্রধানমন্ত্রী হবেন এবং কারাবন্দী আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ড. আজিজাহ উপ-প্রধানমন্ত্রী হবেন এমন সমঝোতাও হয়। মাহাথির মোহাম্মদের জয়ের মাধ্যমে উন্নয়নের রাজনীতির প্রতি মালয়েশিয়াবাসীর সমর্থনই প্রকাশ পেয়েছে। দুর্নীতির বিরুদ্ধেও এটি গণরায়। মাহাথিরের জয় সারা দুনিয়ায় ব্যাপক আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। বাংলাদেশেও উন্নয়নের মডেল হিসেবে ভাবা হয় এই মালয়েশীয় নেতাকে। নাজিব রাজাক ইতিমধ্যে নির্বাচনে তার জোটের পরাজয় মেনে নিয়েছেন। আশা করা হচ্ছে মাহাথির মোহাম্মদের নেতৃত্বে মালয়েশিয়া আবারও বিশ্বরাজনীতিতে উজ্জ্বল ভাবামূর্তি নিয়ে আবির্ভূত হবে। তার এক সময়ের সহযোগী এবং পরবর্তীতে প্রতিপক্ষ আনোয়ার ইব্রাহিমের প্রতি তার অনুদার আচরণের সংশোধনেও এ জয় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। যা মালয়েশীয় নেতার অতীতের একটি ভুলের সংশোধন হিসেবে বিবেচিত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর