শনিবার, ১২ মে, ২০১৮ ০০:০০ টা

গাজীপুরে নির্বাচন হবে

আপিল বিভাগের প্রশংসনীয় রায়

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সৃষ্ট অনিশ্চয়তার অবসান ঘটেছে। আপিল বিভাগ হাই কোর্টের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়ায় এখন আর নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধাই নেই। আদালত নির্বাচন কমিশনকে ২৮ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশও দিয়েছে। উল্লেখ্য, জনৈক ব্যক্তির রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাই কোর্ট নির্বাচন স্থগিত করে। এ আদেশের বিরুদ্ধে প্রধান দুই মেয়র প্রার্থী ও নির্বাচন কমিশনের আপিল আবেদন নিষ্পত্তি করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ স্থগিতাদেশ প্রত্যাহারের আদেশ দেয়। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের জন্য আগামীকাল রবিবার নতুন তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী ওবায়দুর রহমান মোস্তফা। বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের পক্ষে ব্যারিস্টার রফিক-উল হক, জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন। আর আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম আমিন উদ্দিন ও এস এম শফিকুল ইসলাম। শুনানিতে জয়নুল আবেদীন বলেন, রিট আবেদনকারী তথ্য গোপন করে রিট করেছেন। এর আগে একই বিষয়ে তিনি দুটি রিট করেন। আবেদনে তিনি একটির আংশিক তথ্য দেন, অন্যটির তথ্য উল্লেখ করেননি। ২০১৩ সালে সিটি করপোরেশন নির্বাচনের সময় ছয়টি মৌজা গাজীপুর সিটিতে অন্তর্ভুক্ত করেই নির্বাচন হয়েছে। ওই ব্যক্তির রিট করার যৌক্তিকতা নেই, কারণ তিনি গাজীপুর সিটির ভোটারই নন। নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহারের ফলে গাজীপুর সিটি নির্বাচন নিয়ে অনিশ্চয়তার অবসানই শুধু নয়, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে সন্দেহ-সংশয়ের বিষবাষ্প ছড়িয়ে পড়েছিল তারও ইতি ঘটল। নির্বাচন স্থগিত করার পেছনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর এক পক্ষের হাত থাকতে পারে এমন একটি অপধারণা গাজীপুর শুধু নয়, সারা দেশে ছড়িয়ে পড়ে। দলবিশেষের বিরুদ্ধে বল্গাহীনভাবে অভিযোগ ওঠায় কারও কারও কাছে তা বিশ্বাসযোগ্য বলেও বিবেচিত হয়। কিন্তু স্থগিত আদেশের বিরুদ্ধে প্রধান প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী আদালতের শরণাপন্ন হওয়ায় প্রমাণ হয়ে যায় সে অভিযোগের মধ্যে কোনো সত্যতা ছিল না। আমরা আপিল বিভাগের এই প্রশংসনীয় আদেশকে অভিনন্দন জানাই। আশা করতে চাই গাজীপুরের নির্বাচনে গণইচ্ছার প্রতিফলন ঘটবে। গণতন্ত্রের জন্য বয়ে আনবে সুসংবাদ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর