বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮ ০০:০০ টা

ডিজিটাল নিরাপত্তা বিল

আপত্তিকর ধারা রদের সিদ্ধান্ত ইতিবাচক

সংবাদ মাধ্যমের কাছে অস্বস্তির কারণ হয়ে ওঠা প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা বিল-২০১৮ তে প্রয়োজনীয় সংশোধনীর আশ্বাস মিলেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে। বিলটি সম্পর্কে জোরালো আপত্তি তোলা হয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে। সরকারের পক্ষ থেকে বলা হয়, সাংবাদিকদের হয়রানি করা কোনোভাবেই বিলটির উদ্দেশ্য নয়। প্রতিশ্রুতি দেওয়া হয় বিলের কোনো ধারা সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি বলে বিবেচিত হলে তা বাদ দেওয়া হবে। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপ করে বিল পাসের আশ্বাসও দেন তারা। এ প্রেক্ষাপটেই গত মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হন। বিলটি অধিকতর যুগোপযোগী করার লক্ষ্যে সংবাদপত্র সম্পাদকদের সংগঠন এডিটরস কাউন্সিল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন-অ্যাটকোরসহ স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করে সংসদীয় কমিটি। সংসদীয় কমিটির সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে বৈঠকে বিশেষ আমন্ত্রণে অংশ নেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বৈঠকে ডিজিটাল নিরাপত্তা বিল-২০১৮-এর ওপর উপস্থিত স্টেকহোল্ডাররা সুনির্দিষ্ট বক্তব্য দেন। এ সময় বিলের ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২ ও ৪৩ ধারার ওপর বিস্তারিত আলোচনা হয়। আলোচনাকালে কমিটির সদস্যরা কয়েকটি বিষয়ে সংশোধনী ও কিছু বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা সংযোজনের বিষয়ে ঐকমত্যে উপনীত হন। বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘সংবিধানে বাকবাধীনতার কথা বলা আছে। সংবাদপত্রের স্বাধীনতার কথাও বলা হয়েছে। তাই সংবিধানের বিপরীতে বা সাংঘর্ষিক কোনো আইন আমরা করতে পারি না। আর সাংবাদিকতা ব্যাহত করা আমাদের উদ্দেশ্য নয়। তাই কাউকে টার্গেট করে কোনো আইন করা হবে না। সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে ডিজিটাল নিরাপত্তা বিলে সংবাদ মাধ্যমের কাছে আপত্তিকর বলে বিবেচিত ধারাগুলো বাদ দেওয়ার আশ্বাস দেশের সাংবাদিকতার স্বাধীনতার জন্য সুখবর।  আমরা আশা করব সংসদীয় কমিটি এবং আইনমন্ত্রীর প্রতিশ্রুতি পালন করা হবে। ফোর্থ স্টেট হিসেবে বিবেচিত সংবাদপত্রের স্বাধীনতা ও মর্যাদা সুরক্ষা যে কোনো গণতান্ত্রিক সরকারের দায়িত্ব হিসেবে বর্তায়। সরকারের প্রতিশ্রুতিতে যে  দায়িত্ববোধ ফুটে উঠেছে তা প্রশংসার দাবিদার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর