শুক্রবার, ৮ জুন, ২০১৮ ০০:০০ টা

শান্তির সূচকে অবনমন

রোহিঙ্গা সমস্যা থেকে রেহাই পেতে হবে

রোহিঙ্গা সংকট বাংলাদেশের শান্তি কেড়ে নিচ্ছে। এ সংকটের কারণেই আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের বৈশ্বিক শান্তি সূচকে বড় অবনমন ঘটেছে বাংলাদেশের। সিডনিভিত্তিক এ সংস্থার ২০১৮ সালের প্রতিবেদনে ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশ গতবারের তুলনায় ১০ ধাপ পিছিয়ে ৯৩তম অবস্থানে রয়েছে। সংস্থাটি বলছে, গত এক দশকের মধ্যে বিশ্বে এখন সবচেয়ে কম শান্তি বিরাজ করছে। সংঘাত এড়াতে যে বিপুলসংখ্যক মানুষকে ঘরবাড়ি ছেড়ে প্রাণ হাতে পালাতে হচ্ছে তা বিশ্বের মোট জনসংখ্যার এক শতাংশ প্রায়। সমাজে বিদ্যমান অপরাধপ্রবণতা, রাজনৈতিক অস্থিরতা, দ্বন্দ্ব্ব-সংঘাত, সংঘাতে মৃত্যু, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা, অস্ত্রের বিস্তারসহ ২৩টি বিষয় মূল্যায়ন করে আন্তর্জাতিক গবেষণা সংস্থাটি তাদের সূচক তৈরি করেছে। সংস্থাটির বিবেচনায় রাজনৈতিক স্থিতিশীলতা ও সন্ত্রাসবাদের সূচকে বাংলাদেশের অবস্থানে উন্নতি হলেও তালিকায় অবনমন ঠেকানো যায়নি ‘বাহ্যিক সংঘাতের’ প্রভাবের কারণে। প্রতিবেশী দেশ মিয়ানমারের রাখাইনে দমন পীড়নের কারণে ২০১৭ সালের আগস্ট থেকে এ পর্যন্ত পালিয়ে আসা ৭ লাখ রোহিঙ্গার ভার এখন বাংলাদেশকেই বইতে হচ্ছে। বিশ্বশান্তি সূচকে যথারীতি দক্ষিণ এশিয়ার দুই ব্যর্থ রাষ্ট্র জঙ্গিতন্ত্রের উপাসক পাকিস্তান ও আফগানিস্তান তাদের অবস্থানকে আরও নিচে নামিয়েছে। এ এলাকার সবচেয়ে জনবহুল দেশ ভারতের অবস্থা কিছুটা ভালো হয়েছে। তবে হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে দেশের সব ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে ওঠায় স্থিতিশীলতার সূচকে তাদের স্কোর কমেছে। শান্তির সূচকে দক্ষিণ এশিয়ার সবার শীর্ষে ছিল ভুটান ও শ্রীলঙ্কা। তাদের অবস্থান গত এক বছরে আরও উন্নত হয়েছে। সংস্থাটির গবেষণায় শান্তি ও স্থিতিশীলতার দিক থেকে সবচেয়ে ভালো অবস্থানে আইসল্যান্ড। শীর্ষ দশের মধ্যে রয়েছে এশিয়ার সিঙ্গাপুর ও জাপানের নাম। আর শান্তির সূচকে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে সিরিয়া। রোহিঙ্গা সংকট বাংলাদেশের অর্থনীতির জন্য বিসংবাদ সৃষ্টি করেছে। পরিবেশের জন্য ডেকে এনেছে বিপর্যয়। কেড়ে নিচ্ছে শান্তি। এ অকাম্য অবস্থার পরিবর্তন হওয়া দরকার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর