শিরোনাম
শুক্রবার, ২২ জুন, ২০১৮ ০০:০০ টা

ব্যাংক ঋণের সুদ কমল

বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হবে

আগামী ১ জুলাই থেকে ব্যাংক ঋণের সুদের হার ৯ শতাংশ ও আমানতের সুদ সর্বোচ্চ ৬ শতাংশ নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ব্যাংক মালিকরা গত বুধবার তাদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। একই দিন অর্থমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক করে ব্যাংক সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার নির্দেশনা দিয়েছেন। ব্যাংক ঋণের সুদের হার এক ডিজিটে নামিয়ে আনার সিদ্ধান্ত দেশে বিনিয়োগের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব রাখবে বলে আশা করা হচ্ছে। ঋণ খেলাপের আশঙ্কাও তাতে হ্রাস পাবে। দেশে বিনিয়োগ বাড়লে জিডিপিতে তার শুভ প্রভাব যেমন পড়বে তেমন বৃদ্ধি পাবে কর্মসংস্থানের সুযোগ। পণ্যমূল্য সহনশীল করার ক্ষেত্রেও এ সিদ্ধান্তের প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। দেশের শিল্পোদ্যোক্তারা দীর্ঘদিন ধরে ব্যাংক ঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার দাবি জানাচ্ছিলেন। সরকারের পক্ষ থেকে এ দাবির  প্রতি সহানুভূতিও দেখানো হয়। কিন্তু ব্যাংক মালিকদের পক্ষ থেকে সুদের হার না কমানোর ক্ষেত্রে নানা অজুহাত দেখানো হচ্ছিল। আশা করা হচ্ছে, ব্যাংক ঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার কারণে শিল্পোদ্যোক্তারা বিনিয়োগে উৎসাহী হবেন। দেশের অর্থনীতিতেও এ সিদ্ধান্ত গতি সৃষ্টি করবে। স্মর্তব্য, শিল্পোদ্যোক্তা এবং ব্যবসায়ীদের এতদিন ব্যাংক ঋণে ১৫ শতাংশ সুদ গুনতে হতো। এত বেশি সুদ দিয়ে শিল্প স্থাপন ঝুঁকির ব্যাপার। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকা সত্ত্বেও বিনিয়োগে কাঙ্ক্ষিত সাড়া পড়েনি। ব্যাংক ঋণের সুদের হার কমিয়ে আনার পাশাপাশি ব্যাংকগুলো আমানতের সুদের হার ৬ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। যা ব্যাংক ঋণের সুদের হার কমানোর জন্য সহায়ক হবে। এতকাল ব্যাংক ঋণের সুদের হার বেশি রাখার পেছনে যুক্তি দেখানো হতো খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলো যে নাকাল অবস্থায় পড়েছে তা পুষিয়ে নেওয়া। ব্যাংক ঋণখেলাপি হওয়ার অন্যতম কারণ যেহেতু মাত্রাতিরিক্ত সুদ সেহেতু সুদের হার কমানোর ফলে এ সমস্যার অনেকটাই সুরাহা হবে। ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলো সতর্ক হলে খেলাপি ঋণ সহনীয় পর্যায়ে আনা সম্ভব।  আমরা আশা করব দেশের ব্যাংকগুলোর ইতিবাচক সিদ্ধান্তের সুফল হিসেবে দেশে অচিরেই বিনিয়োগের ফল্গু হাওয়া বইবে।  দেশের অর্থনীতিতে তার সুফল অনুভূত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর