শুক্রবার, ২৯ জুন, ২০১৮ ০০:০০ টা

বিশ্বকাপ ফুটবল

যে উন্মাদনা এখন ঘরে ঘরে

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতে উঠেছে সারা বিশ্ব। ফুটবল দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা। স্বভাবতই এই মেতে ওঠার মধ্যে রয়েছে স্বাভাবিকতা। দুনিয়ার ফুটবলের রাজত্বে বাংলাদেশের স্থান তলানিতে। এমনকি দক্ষিণ এশিয়ার মাত্র কয়েক লাখ মানুষের দেশ মালদ্বীপের চেয়েও পেছনে। তবে হুজুগে বাঙালি পরিচয়ের মরতবা অনুভূত হয় বিশ্বকাপের খেলা নিয়েও। প্রিয় দলের পরাজয় কিংবা জয়ের আনন্দে ইতিমধ্যে এ দেশে এ পর্যন্ত একাধিক প্রাণের অপচয় হয়েছে। আনন্দ দুঃখে হার্টফেল ও আত্মহত্যার ঘটনা ঘটেছে। প্রতিপক্ষ দলের সমর্থকের ওপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ার কাণ্ডজ্ঞানহীনতাও ঘটেছে ইতিমধ্যে। রাশিয়ায় চলছে যে বিশ্বকাপ তা সত্যিকার অর্থে জমে উঠেছে অনিশ্চয়তার আবাহ রেখে। প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। হার না মানা দল হিসেবে জার্মানির সমাধি ঘটেছে প্রথম রাউন্ডের শেষ খেলায় দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলের পরাজয়ে। দক্ষিণ কোরিয়া প্রথম দুই খেলায় জিততে না পারলেও বিধ্বংসী রূপে আবির্ভূত হয় জার্মানির বিরুদ্ধে। আগের দুই খেলায় নিজেদের বিদায় টিকিট নিশ্চিত হয়ে গিয়েছে যে দক্ষিণ কোরিয়ার, তারা জার্মানিকে হারিয়ে তাদেরও বিদায় নিতে বাধ্য করেছে। জার্মানির বিদায়কে বিশ্বকাপের সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। বিশ্বকাপে বাংলাদেশের সিংহভাগ মানুষ মূলত আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকগোষ্ঠীতে বিভক্ত। বিশ্বকাপ উপলক্ষে ঘরে ঘরে এই দুই দেশের পতাকা যেভাবে তোলা হয় বাড়ির রং যেভাবে রাঙিয়ে দেওয়া হয় দুই দেশের পতাকায় এমন পাগলামি আর্জেন্টিনা ও ব্রাজিলের মানুষও করে কি না সন্দেহ। সেই আর্জেন্টিনা ও ব্রাজিলকে এবার কঠিন পরীক্ষার পর দ্বিতীয় রাউন্ডে উঠতে হয়েছে। খাদের কিনারা থেকে শেষ খেলায় নাইজেরিয়াকে হারিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়েছে আর্জেন্টিনা। শক্তিধর সার্বিয়াকে দুই গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে গেছে ব্রাজিল। বিশ্বকাপে বাংলাদেশের মানুষের জন্য এটি যেমন সান্ত্বনা, তেমন সান্ত্বনা বিশ্বকাপের ধারে কাছে না থাকলেও সেখানে রয়েছে বাংলাদেশের উপস্থিতি। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর বেশিরভাগ জার্সিই তৈরি হয়েছে বাংলাদেশে। প্রশ্ন হলো যে দেশের মানুষ এত ফুটবল প্রেমিক সে দেশের স্থান তলানিতে থাকবে কেন? এই হতাশা কাটাতে জাতিকে তৎপর হতে হবে। ক্রিকেটের পাশাপাশি ফুটবলের ক্ষেত্রেও জাগিয়ে তুলতে হবে আশার আলো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর