শনিবার, ১৪ জুলাই, ২০১৮ ০০:০০ টা

হজ ফ্লাইট নির্বিঘ্ন হোক

আল্লাহর মেহমানদের অভিনন্দন

আজ শুরু হচ্ছে হজ ফ্লাইট। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার— মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন পবিত্র হজ পালন করবেন। আজ হজ ফ্লাইট শুরু হচ্ছে এবং তা চলবে ১৫ আগস্ট পর্যন্ত। ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ২৭ আগস্ট ও শেষ ফিরতি ফ্লাইট ২৫ সেপ্টেম্বর। ইতিমধ্যে গত বুধবার প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে হজ কার্যক্রমের উদ্বোধন করেছেন। বলেছেন, হাজীদের সুষ্ঠুভাবে হজব্রত পালনে সরকার সম্ভাব্য সবকিছুই করছে। হজযাত্রীদের আল্লাহর মেহমান হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী পবিত্র মক্কা ও মদিনায় দেশ ও জাতির কল্যাণে তাদের দোয়া কামনা করেছেন। প্রতি বছর হজযাত্রীদের নানা বিড়ম্বনার শিকার হতে হয় এবং এটি একটি নিয়মে পরিণত হয়েছে। দুর্নীতি, অসততা ও প্রতারণার ঘেরাটোপ থেকে বেরিয়ে আসতে দেশের হজ ব্যবস্থাপনাকে আরও সুষ্ঠু ও সুন্দর করতে ইতিমধ্যে নানামুখী পদক্ষেপ নিয়েছে সরকার। এ উদ্দেশ্যে গত বছর জাতীয় হজ ও ওমরাহ নীতিতে সংশোধনী এনে একে আরও জুতসই করা হয়েছে। হজ ফ্লাইট যাতে বিলম্বিত না হয় তা নিশ্চিত করতে কেউ ফ্লাইট বাতিল করলে জরিমানার ব্যবস্থা করা হয়েছে। মক্কা ও মদিনায় হজ এজেন্সিগুলো যাতে হজযাত্রীদের থাকার জন্য ঠিকমতো বাসা বা হোটেল ভাড়া নেয় তা তত্ত্বাবধানে বাড়তি নজরদারিও করা হচ্ছে। মক্কা ও মদিনায় হজযাত্রীদের চিকিৎসা ও সেবায় প্রশিক্ষিত জনশক্তি নিয়োগ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে সাফ সাফ বলে দেওয়া হয়েছে, কোনো হজ এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পাওয়া গেলে তার লাইসেন্স বাতিলই শুধু নয়, কঠোর শাস্তি পেতে হবে। হজ কার্যক্রম যাতে শতভাগ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে সরকারের শীর্ষ পর্যায় থেকে নজর রাখা হচ্ছে। আর্থিক সামর্থ্যের অধিকারী মুসলমানদের জন্য হজ একটি ফরজ ইবাদত। অতীতে হজ পালন করতে গিয়ে অনেকেই অব্যবস্থাপনার কারণে ভোগান্তির শিকার হয়েছেন। এসব ক্ষেত্রে সরকার কড়া মনোভাব নেওয়ায় সাম্প্রতিক বছরগুলোয় ইতিবাচক পরিবর্তন এসেছে। আমরা আশা করব, এ বছর সুষ্ঠুভাবে হজ পালনে ধর্ম মন্ত্রণালয় চোখ-কান খোলা রেখেই কাজ করবে। হজ এজেন্সি বা দায়িত্বপ্রাপ্তদের কেউ কোনো অনিয়ম বা অসততার আশ্রয় নিলে সংশ্লিষ্টদের কঠোর হাতে দমন করা হবে। আল্লাহর মেহমান হয়ে যারা হজে যাচ্ছেন তাদের প্রতি আমাদের অভিনন্দন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর