বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

মামলার জালে কৃষক

জালিয়াতদের ধরতে ব্যাংকগুলোর কার্পণ্য কেন

ব্যাংকিং খাতকে ফোকলা বানিয়ে দিচ্ছে যে লুটেরার দল তাদের ধরার গরজ না থাকলেও দেশের বিশেষায়িত ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের পাকড়াও করার ব্যাপারে তাদের সক্ষমতার পরিচয় দিয়েছে। জনপ্রতি গড়ে ৩০ হাজার টাকা ঋণের জন্য সারা দেশের প্রায় ১ লাখ ৬৮ হাজার কৃষকের নামে এখনো ঝুলছে সার্টিফিকেট মামলা। এর মধ্যে আবার ওয়ারেন্ট জারি হয়েছে ১১ হাজার ৭৭২ কৃষকের নামে, যারা অর্থ পরিশোধ করতে না পেরে গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী, জনতা, অগ্রণী, রূপালী এ চার বাণিজ্যিক ব্যাংক এবং বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এ মামলাগুলো করার কৃতিত্ব দেখিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তৈরি করা এক হালনাগাদ প্রতিবেদনে কৃষিঋণ সার্টিফিকেট মামলার এ তথ্য দেওয়া হয়েছে। চলতি বছরের মে পর্যন্ত সারা দেশের মোট ১ লাখ ৬৮ হাজার ১৭৫ কৃষকের নামে সার্টিফিকেট মামলা চলেছে। ১৯৯১ সাল থেকে গত ২৭ বছরে এ মামলাগুলো করা হয়েছে। শুধু চলতি বছর মে মাসেই নতুন করে ৩৪১টি মামলা হয়েছে কৃষকের নামে। ঋণখেলাপি কৃষকের কাছে ব্যাংকগুলোর মোট পাওনা দাঁড়িয়েছে ৫১৫ কোটি ৭৪ লাখ টাকা। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোয় কর্মচারী-কর্মকর্তা ট্রেড ইউনিয়ন ও পরিচালকদের যোগসাজশে লুটপাটের রাজত্ব চলছে বছরের পর বছর ধরে। এলোমেলো করে দে মা লুটেপুটে খাওয়ার মৃগয়া ক্ষেত্র হিসেবে পরিচিতি লাভ করেছে প্রতিটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। মনে হয় আরব্য উপন্যাসের ‘থিপ অব বাগদাদ’ নামীয় চোরের সর্দাররা প্রতিটি ব্যাংকে আস্তানা গড়েছে। তারা হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপের মতো লুটেরা প্রতিষ্ঠানকে হাজার হাজার কোটি টাকা ঋণ দিয়ে ব্যাংকে জমাকৃত জনগণের টাকা চুরি করতে সহায়তা করে। তাদের কাছ থেকে টাকা আদায়ে কোনো সক্রিয়তা না থাকলেও কৃষকের কোমরে দড়ি বাঁধতে তাদের উৎসাহের ঘাটতি নেই। যে কৃষক দেশের ১৭ কোটি মানুষকে অন্ন জোগায় তাদের ঋণখেলাপি হওয়ার পেছনে যুক্তিসংগত কারণ থাকলেও ব্যাংকগুলোর যত অ্যাকশন যত ক্ষমতা প্রদর্শন বেচারাদের বিরুদ্ধে। অথচ সবার জানা, যে কৃষিঋণ বিতরণ করা হয় তার অন্তত ১০ ভাগ জমা হয় ব্যাংক কর্মকর্তাদের পকেটে। ঋণ যথাসময়ে পরিশোধ না হওয়ার পেছনে প্রাকৃতিক দুর্বিপাকের পাশাপাশি এটিও অন্যতম দায়ী। আমরাও চাই ব্যাংকের ঋণ আদায় হোক। তবে ৫০০ টাকার জন্য লাখো কৃষককে হয়রানি করা হবে হাজার হাজার কোটি টাকা লুটের অপনায়কদের জামাই আদর করা হবে, এটি যাতে না হয় তেমনটিই প্রত্যাশিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর