শিরোনাম
শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ইসলামে ব্যবসার নামে লোক ঠকানো জঘন্য অপরাধ

মাওলানা আবদুর রশিদ

ইসলামে ব্যবসার নামে লোক ঠকানো জঘন্য অপরাধ। ইসলাম আমাদের মাপে কম দিয়ে জিনিস বিক্রি করতে নিষেধ করেছে। যারা এই ধোঁকাবাজির কাজ করে, কোরআনে তাদের ভীতি প্রদর্শন ও সতর্ক করা হয়েছে। আল্লাহ বলেন, ‘দুর্ভোগ তাদের জন্য, যারা মাপে কম দেয়, যারা লোকের কাছ থেকে মেপে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় নেয় এবং যখন তাদের কিছু মেপে বা ওজন করে দেয়, তখন কম দেয়। তারা কি চিন্তা করে না যে তারা পুনরুত্থিত হবে। সেই মহান দিবসে যে দিন সব মানুষ সারা জগতের প্রতিপালকের সামনে খাড়া হবে।’ সূরা মুতাফফিফিন : ১-৬। ‘স্রষ্টা মানুষের জন্য আকাশকে সমুন্নত করেছেন এবং স্থাপন করেছেন তুলাদণ্ড; যাতে তোমরা সীমালঙ্ঘন না কর। ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠা কর এবং ওজনে কম না দাও।’ সূরা আর রাহমান : ৭-৯। মহান আল্লাহ আরও বলেন, ‘মেপে দেওয়ার সময় পূর্ণ মাপে দাও এবং ওজন কর সঠিক দাঁড়িপাল্লায়, এটাই উত্তম ও পরিণামে উত্কৃষ্ট।’(সূরা ইসরা : ৩৫। পৃথিবীর আইকাহ ও মাদইয়ান শহরে এক জাতি ছিল, যে জাতি এই প্রকার নিকৃষ্ট কাজে ব্যাপক আকারে লিপ্ত হয়ে পড়েছিল। আল্লাহ সেই জাতির মাঝে নবী শোয়াইব (আ.)-কে পাঠালেন। কিন্তু তারা নবীর কথা প্রত্যাখ্যান করে তাদের সেই হীন আচরণ চালিয়ে যেতে লাগল। নবী তাদের বোঝাতে লাগলেন, তোমরা ওজন ও মাপ পূর্ণ মাত্রায় দাও। সঠিক মাপযন্ত্র দিয়ে মাপ-ওজন কর। লোকদের তাদের প্রাপ্য বস্তু কম দিয়ে তাদের ক্ষতিগ্রস্ত করো না এবং পৃথিবীতে ঝগড়া-ফ্যাসাদ ও বিপর্যয় সৃষ্টি করো না। কিন্তু তারা বলল, আমরা যদি শোয়াইবের কথা মেনে নিই, তাহলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হব। তারা নবীকে বলল, আমরা নিজেদের মধ্যে তোমাকে দুর্বল দেখছি। যদি তোমার স্বজনবর্গ না থাকত, তাহলে আমরা তোমাকে প্রস্তরাঘাতে চূর্ণ করে ফেলতাম। আর আমাদের কাছে তোমার কোনো মর্যাদা নেই। মোট কথা, তারা নবীকে মিথ্যায়ন করল এবং তাঁর বিরুদ্ধে নানা সমালোচনা ও ষড়যন্ত্র শুরু করল। পরিশেষে আল্লাহ বিকট গর্জন ও ভূকম্পন দিয়ে তাদের ধ্বংস করলেন। সূরা আরাফ : ৮৫-৯৩, সূরা হুদ : ৮৪-৯৫, সূরা শুয়ারা : ১৭৬-১৯০। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে জাতিই মাপ ও ওজনে কম দেবে, সে জাতিই দুর্ভিক্ষ, কঠিন খাদ্য-সংকট ও শাসক-গোষ্ঠীর অত্যাচারের শিকার হবে।’ আল্লাহ আমাদের সবাইকে ব্যবসা ক্ষেত্রে সৎ থাকার তাওফিক দান করুন।

 লেখক : ইসলামবিষয়ক গবেষক।

সর্বশেষ খবর