রবিবার, ২৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
ইতিহাস

আত-তুগ্রিলের উত্থান

ওসমানলী তুর্কি সম্প্রদায় ওঘুজ তুর্কির কায়ি গোত্রভুক্ত ছিল এবং মধ্য-এশিয়া হতে সেলজুক সুলতানদের আমলে বর্তমান আনাতোলিয়াতে এসে বসতি স্থাপন করে। এরজেরুনের তুর্কি সুলতান ওসমানলী তুর্কিদের ৫০ হাজার পরিবারকে এরজিনজান-এর সন্নিকটে বসবাসের অনুমতি দেন। দুই শতাব্দী (দ্বাদশ-ত্রয়োদশ) ধরে আনাতোলিয়ার সেলজুক সুলতানদের অধীনে থাকার পর চতুর্দশ শতাব্দীতে সুলতান আলাউদ্দীনের রাজত্বে ওসমানলী তুর্কি নেতা আত-তুগ্রিলের কার্যমতায় মুগ্ধ হয়ে ১২৩২ খ্রিস্টাব্দে তাকে আনাতোলিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের শাসনকর্তা নিযুক্ত করেন। আলাউদ্দীনের রাজত্বকালে মোঙ্গলরা আনাতোলিয়া আক্রমণ করলে বীরত্বের সঙ্গে আত-তুগ্রিল তা প্রতিহত করেন।

এতে সন্তুষ্ট হয়ে সুলতান আলাউদ্দীন আত-তুগ্রিলকে এশিয়া মাইনরের সেলজুকদের আয়ত্তাধীনে সুগুত জেলা ও এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহ জায়গির প্রদান করেন। আত-তুগ্রিল এবং তার সুদ অশ্বারোহী বাহিনী বায়জানটাইনদের আক্রমণ প্রহত করলে ওসমানলী তুর্কিদের প্রভাব ও প্রতিপত্তি উত্তরোত্তর বৃদ্ধি পায়। কালক্রমে সেলজুকদের মতা হ্রাস পায় এবং মোঙ্গলদের প্রভাব-প্রতিপত্তি ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে। এ সুযোগে আত-তুগ্রিল স্বীয় মতা বৃদ্ধি করেন এবং সেগুতে রাজধানী প্রতিষ্ঠা করে একটি ুদ্র সামন্ত রাজ্য প্রতিষ্ঠা করেন। ১২৭২ খ্রিস্টাব্দে এশিয়া মাইনর অতিক্রম করে মার্কো পোলো চীনে গমন করেন এবং তার বর্ণনা হতে জানা যায় যে, যাযাবর মেষপালক ও কৃষকদের দ্বারা গঠিত ওসমানলী তুর্কি জাতি স্বাধীনভাবে শাসনকার্য পরিচালিত করে। ১২৫৮ খ্রিস্টাব্দে আত-তুগ্রিলের পুত্র ও উত্তরাধিকারী ওসমানের জন্য হয় সুগুত শহরে। উল্লেখ্য, অটমান অথবা ওসমানলী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন ওসমান এবং তার নাম হতে ওসমানলী নামকরণ হয়। ১২৮৮ খ্রিস্টাব্দে আত-তুগ্রিলের অসীম বীরত্ব দতা সমরকুশলতা, বিচণতা ও প্রশাসনিক যোগ্যতার ফলে এশিয়া মাইনরে অটমান সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর