রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

দুর্যোগপূর্ণ আবহাওয়া

জলবায়ু পরিবর্তনের বিপদ রুখতে হবে

ঘূর্ণিঝড় তিতলি বাংলাদেশের খুলনা বাগেরহাট সাতক্ষীরাসহ উপকূল অঞ্চলে আঘাত হানবে এমন আশঙ্কাই করা হচ্ছিল। শেষ পর্যন্ত সে বিপদ এড়ানো গেলেও এ ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের সমুদ্র উপকূলীয় এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। একদিকে ভারি বৃষ্টিপাত অন্যদিকে জোয়ারের পানিতে চট্টগ্রাম মহানগরীর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় জনদুর্ভোগ চরমে উঠেছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় গত দুই দিন ধরে সূর্যের মুখ দেখা দায় হয়ে দাঁড়িয়েছিল আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে। ঘূর্ণিঝড়ে সাগর উত্তাল হয়ে ওঠায় টেকনাফের শাহ পরী দ্বীপের বেড়িবাঁধের অরক্ষিত অংশে জোয়ারের পানি ঢুকে গত চার দিনে দেড়শর বেশি ঘরবাড়ি বিলীন হয়েছে। দ্বীপের একাংশ ভাঙনের কবলে পড়ায় শত শত মানুষ সর্বস্ব হারিয়েছে। ভারি বৃষ্টিপাতে ব্যাহত হচ্ছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের স্বাভাবিক জীবনযাপন। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ইতিমধ্যে প্রায় ১০ হাজার রোহিঙ্গা পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাহাড়ের ওপরে, ঢালুতে বা নিচে যেসব রোহিঙ্গা ক্যাম্প রয়েছে তাদের নিরাপদ অবস্থানে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে। তিতলির প্রভাবে রংপুর বিভাগ ছাড়া সারা দেশে থেমে থেমে হালকা ও মাঝারি আকারে বৃষ্টিপাত হচ্ছে গত কয়েকদিন ধরে। চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের অশুভ প্রবণতায় বিশ্বের সমুদ্র উপকূলীয় যেসব দেশ হুমকির সম্মুখীন বাংলাদেশ তার মধ্যে একটি। গত দুই দশক ধরে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অশুভ প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। খুলনা বাগেরহাট সাতক্ষীরার উপকূল এলাকায় হাজার হাজার মানুষ জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হয়েছে নিম্নাঞ্চলে লোনা পানির আগ্রাসনে। দেশে সাম্প্রতিক বছরগুলোতে নদীভাঙনের তা-ব বৃদ্ধির পেছনেও জলবায়ু পরিবর্তনের অশুভ প্রভাব কাজ করছে। আবহাওয়া উষ্ণতা বৃদ্ধিও পরিবেশগত সমস্যা সৃষ্টি করছে। বাড়ছে ঘূর্ণিঝড়ের দাপট। তিতলির বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে বাংলাদেশ আপাতত রক্ষা পেলেও তাতে স্বস্তির কিছু নেই। জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলায় বাড়তি প্রস্তুতির তাগিদ সৃষ্টি করেছে তিতলি। উপকূল এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বনাঞ্চল সৃজন এবং খননের মাধ্যমে নদ-নদীর ধারণক্ষমতা বাড়িয়ে এ সমস্যার মোকাবিলা করা যেতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর