রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
ভৈষজ

প্রাকৃতিক ওষুধ লেবু

আফতাব চৌধুরী

প্রাকৃতিক ওষুধ লেবু

প্রতিদিন ব্যবহৃত ফল এবং সবজির মধ্যে লেবু অতি গুণবাহীও উপকারী ফল। প্রাকৃতিক চিকিৎসার ক্ষেত্রে লেবুর গুণ অপরিসীম। স্বাস্থ্য এবং সৌন্দর্য রক্ষার ক্ষেত্রেও লেবু অতি সহায়ক। লেবুর উৎপাদন ও ব্যবহার সব ঋতুতেই করা যায়। লেবুর প্রধান কাজ শরীরের যাবতীয় বিষবৎ পদার্থ সহজেই শরীর থেকে বের করে দেয়। লেবু ভিটামিন সি এর আধার। ভিটামিন সি এর অভাবে শরীরে স্কার্ভি, হাড়ের রোগ, রক্তস্রাব, দাঁতের রোগ, পাইরিয়া, হাঁপানি, কাশি ইত্যাদি রোগ দেখা দেয়। লেবু স্বল্প মাত্রা সেবনে এ সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায়। হার্ট ও শিরাধমনিতে শক্তি প্রদান করে। সামান্য গরম পানির মধ্যে লেবুর রস সেবনে বৃদ্ধ বয়সেও হজমশক্তি দুর্বল হয় না। বদহজম দূর করে। ক্ষুধার উদ্রেক হয়। লেবুর মধ্যে বেশি মাত্রায় কার্বোভেজ পাওয়া যায়। শরীরে শক্তি উৎপাদনের ক্ষেত্রেও তার উত্তাপ স্থির রাখতে কার্বোভেজ আবশ্যক। লেবু সেবনের ফলে ক্ষুধা পিপাসা ও নিদ্রা বৃদ্ধি পায়। লেবু পাচন সহায়ক। লেবুতে ‘সাইট্রিক অ্যাসিড’ তথা পটাস জাতীয় খনিজ লবণ পর্যাপ্ত থাকায় জ্বর, অম্ল, ঢেঁকুর, বুকজ্বালা, পেটব্যথা ইত্যাদি কষ্ট দূর করে। লেবু বিভিন্ন রোগের ওষুধের কাজ দেয়।

মাথাব্যথা : দুধ ছাড়া লেবুর রস দিয়ে তৈরি চা মাথাব্যথা দূর করে। যারা চা পানে অভ্যস্ত নয় তারা কফির সঙ্গে লেবুর রস মিশিয়ে পান করলে মাথা ব্যথার উপকার পাবেন।

মুখের দুর্গন্ধ : পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে কুলকুচা করলে মুখের দুর্গন্ধ দূর হয়।

স্থূলতা : হালকা গরম পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে প্রতিদিন পান করলে স্থূলত্ব দূর হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর