শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ডিজিটাল নিরাপত্তা আইন

সংশোধনীর প্রতিশ্রুতি দেওয়া হোক

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের অঙ্গীকার রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ঘোষণায় অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছে সম্পাদক পরিষদ। সংবাদপত্র পরিষদের এ অনুরোধ সংবাদমাধ্যমের স্বকীয় অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত। সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তারা এ আইন সম্পর্কে সংবাদমাধ্যমের আপত্তির বিষয়গুলো আলাপ-আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করবে। তিন মন্ত্রীর পক্ষ থেকে সুস্পষ্ট প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও দশম সংসদের শেষ অধিবেশনেও আইনটি সংশোধনের কোনো উদ্যোগ না নেওয়া সংবাদমাধ্যম-সংশ্লিষ্টদের জন্য যে হতাশার তা সহজে অনুমেয়। সবচেয়ে দুঃখজনক হলো, বিধি তৈরির আগেই ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমসংশ্লি­ষ্টদের বিরুদ্ধে প্রয়োগ করা হচ্ছে। এ আইনের ভয় দেখিয়ে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন থেকে সংবাদমাধ্যমকর্মীদের বিরত রাখার চেষ্টা চলছে। আইনে পরিষ্কারভাবে বলা আছে, কেবল একজন সংক্ষুব্ধ ব্যক্তিই মানহানির মামলা করতে পারেন, অথচ আইনের সংজ্ঞায় সংক্ষুব্ধ নন এমন লোকও মানহানির মামলা করছে এবং আদালতও তা গ্রহণ করছে। সংবাদপত্র পরিষদের বিবৃতিতে আইনের অপব্যবহার রোধ ও মানহানির মামলার ক্ষেত্রে আইনের বিধানগুলো কঠোরভাবে অনুসরণেরও অনুরোধ করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন সরকারের সঙ্গে সংবাদমাধ্যমের সুসম্পর্ককে প্রশ্নবিদ্ধ করছে; যা গণতন্ত্রের জন্যও বিসংবাদ বলে বিবেচিত হচ্ছে। স্বভাবতই রাজনৈতিক দলগুলো এ আইনের সংশোধন সম্পর্কে সুস্পষ্ট অবস্থান নেবে এমনটিই সংবাদমাধ্যম-সংশ্লি­ষ্টদের জন্য কাক্সিক্ষত। সংবাদপত্র পরিষদের বিবৃতিতে নির্বাচনে অংশগ্রহণকারী সব দলকে সে তাগিদই দেওয়া হয়েছে। আমাদের বিশ্বাস, ডিজিটাল নিরাপত্তা আইনের আপত্তিকর অংশগুলোর সংশোধনে সব রাজনৈতিক দলের পক্ষ থেকে যেহেতু ইতিবাচক মনোভাব দেখানো হয়েছে, সেহেতু তাদের নির্বাচনী ইশতেহারে সে বিষয়টি উল্লেখ করা হবে। সংবাদমাধ্যমের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আস্থার সম্পর্ক অটুট রাখার স্বার্থেই তারা ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের সুস্পষ্ট প্রতিশ্রুতি দেওয়ার ঔদার্য দেখাবে এমনটিই প্রত্যাশিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর